বাংলারজমিন

ড. মুহম্মদ শহীদুল্লাহ পদক পেলেন অধ্যক্ষ মাহাবুব উর রশিদ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

২০২১-১১-২৫

নরসিংদীর মনোহরদীতে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় উপজেলার খিদিরপুরের ইশতিয়াক আজিজ শিক্ষা সোপান-এর অধ্যক্ষ মাহাবুব উর রশিদ জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি  অ্যাওয়ার্ড পেলেন। ভারতীয় উপমহাদেশে মুসলিম জাগরণ এবং বাঙালির চেতনা বিকাশের অগ্রদূত হিসেবে স্বীকৃত শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবন আদর্শ ও আদর্শবাদী জাতি গঠনে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়। বিশ্ববীনা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বিশ্ববীনা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টা আলহাজ প্রফেসর নুরজাহান বেগমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ এম. নাজিমউদ্দীন আল-আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও কলামিস্ট অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম, স্বাগত বক্তব্য রাখেন লায়ন এডভোকেট মো. রবিউল হোসেন রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান  প্রফেসর জিনবধি ভিক্ষু। অনুষ্ঠানে ইশতিয়াক আজিজ শিক্ষা সোপানের প্রধান পৃষ্ঠপোষক আয়েশা ওবায়েদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা, যুব সংগঠক, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সারা দেশের ৩০ জন গুণীজনকে এই শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্মাননা স্মৃতি পদক প্রদান করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status