বাংলারজমিন
কুমিল্লায় ৬ জেলায় ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২০২১-১১-২৫
কুমিল্লা কর অঞ্চলের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ ৬ জেলার (২০২০-২১ কর বছরের) ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা কর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সম্মাননা ক্রেস্ট তুলে দেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার সফিনা জাহান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। যুগ্ম করকমিশনার মোহাম্মদ শাহ আলম, মো. শাহাদাত হোসেন, উপ-কর কমিশনার সার্কেল-৩ ইনচার্জ মনির আহমেদ, উপ-কর কমিশনার (সদর দপ্তর) আরিফুল হাসান মজুমদার, উপ-কর কমিশনার জাকিয়া জাফরিন প্রমুখ। এ ছাড়াও ওই অনুষ্ঠানে ৬ জেলার কর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের করদাতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কর কমিশনার সফিনা জাহান বলেন, করদাতাদের অর্থে দেশের সকল উন্নয়নকর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে, তারাই অর্থনীতির চালিকাশক্তি। তাই কারদাতাদের সহায়তায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি দেশের উন্নয়নে সকলকে কর প্রদানের আহ্বান জানান। ছবিতে কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার সফিনা জাহানের নিকট থেকে সেরা করদাতার সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা জামান লিটন।