বাংলারজমিন
দাউদকান্দিতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
২০২১-১১-২৫
কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের নেতৃত্বে ডিবি ইন্সপেক্টর পরিমল দাস ও দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোলাপেরচর নামক গ্রামে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি এলজি, একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলিসহ একাধিক অস্ত্র উদ্ধার করে। এ সময় গোলাপেরচর গ্রামের মালেক মিয়ার ছেলে মনির (৪৭)কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দাউদকান্দি মডেল থানার এসআই নাজমুল হুসাইন ও এএসআই আনোয়ার হোসেন বিশেষ অভিযান চালিয়ে একই ইউনিয়নের নন্দনপুর গ্রামের সরকারবাড়ির নদীর পাড় হিজলতলা এলাকা থেকে দেশীয় অস্ত্র রামদা, ছুরি, বল্লম, চাপাতি ও লাঠি উদ্ধার করে।