বাংলারজমিন

বিজয়নগরের ১০ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা-

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২০২১-১১-২৫

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা শেষে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে সাতটিতে বর্তমান চেয়ারম্যানরাই পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনটিতে নতুন প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- চান্দুরা ইউনিয়নে এএম শামীউল হক চৌধুরী, বুধন্তী ইউনিয়নে মো. এফতেহারুল ইসলাম, ইছাপুরা ইউনিয়নে মো. নুরুল আমিন, চম্পকনগরে হামিদুল হক, হরষপুর ইউনিয়নে মো. সারওয়ার রহমান ভূঞা, পত্তন ইউনিয়নে মোহাম্মদ কামরুজ্জামান (রতন), সিঙ্গারবিলে মো. মনিরুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়নে মো. আল মামুন, চর ইসলামপুর ইউনিয়নে মো. দানা মিয়া ভূঁইয়া এবং পাহাড়পুর ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, বুধন্তী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জিতু মিয়াকে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা মো. এফতেহারুল ইসলামকে, ইছাপুরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউল হক বকুলকে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিনকে এবং বিষ্ণুপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়াকে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আল মামুনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status