বাংলারজমিন
মেহেরপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ঈমামের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
২০২১-১১-২৫
মেহেরপুরের গাংনীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে আবু সাঈদ (১৮) নামের এক ঈমামের মৃত্যু হয়েছে। আবু সাঈদ গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের জবেদ আলীর ছেলে ও করমদী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং তিনি সাহেবনগর জামে মসজিদের ঈমাম হিসেবে দায়িত্বপালন করতেন। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মশিউর ইসলাম জানান, আবু সায়েদ স্থানীয় রুহান হোসেন, জুহাব আলী, ফয়সাল হোসেনের সঙ্গে গতকাল মঙ্গলবাল সন্ধ্যায় গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। খেলার কয়েক মিনিটের মাথায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় খেলার সাথী রুহান হোসেন, জুহাব আলী, ফয়সাল হোসেন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) রায়হান উদ্দীন জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তবে তার পরিবারের কথায় ধারণা করা হচ্ছে, দম বন্ধ হয়ে মারা গেছেন আবু সাঈদ।
প্রত্যক্ষদর্শী মশিউর ইসলাম জানান, আবু সায়েদ স্থানীয় রুহান হোসেন, জুহাব আলী, ফয়সাল হোসেনের সঙ্গে গতকাল মঙ্গলবাল সন্ধ্যায় গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। খেলার কয়েক মিনিটের মাথায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় খেলার সাথী রুহান হোসেন, জুহাব আলী, ফয়সাল হোসেন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) রায়হান উদ্দীন জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তবে তার পরিবারের কথায় ধারণা করা হচ্ছে, দম বন্ধ হয়ে মারা গেছেন আবু সাঈদ।