বাংলারজমিন
শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২০২১-১১-২৫
বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ ফকির (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ ফকির একই গ্রামের নুর মিয়া ফকিরের ছেলে।
জানা গেছে, কৃষক মোশাররফ ফকির নিজ বাড়ির আঙিনায় গাছ কাটছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে পাশে বৈদ্যুতিক তারের ওপর পড়লে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোশাররফ। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলা একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক ডাক্তার মো. গোলাম মোক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি সুরতহাল রিপোর্টের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানা গেছে, কৃষক মোশাররফ ফকির নিজ বাড়ির আঙিনায় গাছ কাটছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে পাশে বৈদ্যুতিক তারের ওপর পড়লে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোশাররফ। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলা একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক ডাক্তার মো. গোলাম মোক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি সুরতহাল রিপোর্টের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।