বাংলারজমিন

বেগম খালেদা জিয়াকে সরকার সুপরিকল্পিত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে: শামীম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৮:৫২ অপরাহ্ন

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা থেকে স্পষ্ট যে বেগম খালেদা জিয়াকে সরকার সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই সময়ে তাকে চিকিৎসার্থে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে বিদেশে যেতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি বরাবরে দক্ষিণ জেলা বিএনপি’র স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে মাহবুবের রহমান শামীম এসব কথা বলেন। তিনি বলেন, সরকার বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে ভয় পায়। তারা জনগণের মতামতের কোনো তোয়াক্কা না করেই একদলীয় শাসন কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা, গণতন্ত্র ভোটাধিকার আজ গৃহবন্দি। এখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে অবিলম্বে বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তার কিছু হলে সব দায়ভার সরকারকেই নিতে হবে। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ও দেশের ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে ৭৬ বছর বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিয়ে জনমনে স্বস্তি দিন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, জীবন-মরণ সন্ধিক্ষণে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে জরুরি চিকিৎসার প্রয়োজন। নানান রোগে আক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিন। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমদ খান, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আনোয়ার চৌধুরী, লায়ন হেলাল উদ্দিন, হুমায়ুন কবির আনসার, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, এডভোকেট ফৌজুল আমিন, ব্যাংকার মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status