অনলাইন

তাজরীন ট্রাজেডির ৯ বছর: নিহতদের স্মরণ ও ক্ষোভ

হাফিজ উদ্দিন, সাভার থেকে

২৪ নভেম্বর ২০২১, বুধবার, ১২:৪৩ অপরাহ্ন

২০১২ সালের ২৪শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিস্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের নয় বছর পূর্তিতে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। দিবসটি স্মরণে সকালে থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া পরিত্যক্ত ভবনটির মূল ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় তাজরীন ট্রাজেডিসহ সব শ্রমিক হত্যাকাণ্ডের বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি নিরাপদ কারখানা ও কর্মস্থল নিশ্চিত করার দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন ফ্যাশনের সামনে উপস্থিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। সেখানে তাঁরা তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে অবিলম্বে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন।

এ সময় স্বজন হারানো পরিবারের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তাজরীন ট্র্যাজেডিকে আজও ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে নিহত আছমা আক্তারের বোন মৌসুমি আক্তার। ঘটনার পর বোনের মৃতদেহটিও খুজে পায়নি তার পরিবার। স্বজন হারানোর বেদনা নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণসহ ঘটনার সাথে জড়িত কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। আহত শ্রমিক নাছিমা আক্তার বলেন, অগ্নিকাণ্ডের সময় জীবন বাঁচাতে লাফিয়ে পড়ে আহত হন তিনি। বর্তমানে আমি পঙ্গু হয়ে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। করোনা কালে আমরা খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি।

আমরা দাবি আদায়ে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছি। টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, তাজরীন ট্রাজেডির ৯ বছর পার হলেও এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের কোন ধরনের পুনর্বাসনের উদ্যোগ নেয়নি সরকার ও বিজিএমইএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও তদন্তে তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে মালিক দোষী সাব্যস্ত হয়েছেন। আজকের এই দিনে আমরা আবারো ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ মালিক দেলোয়ারের বিচার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।

টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া কমিটির সভাপতি ইউসুফ শেখ বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার নয় বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়নি। এতে সরকারের সদিচ্ছার বিষয়টি স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। পাশাপাশি পুড়ে যাওয়া ভবনটি সংস্কার করে শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি জানান তিনি। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। আহত হন আরও প্রায় দুই শতাধিক শ্রমিক। তবে ঘটনার পর থেকে গত নয় বছর ধরেই মানবেতর জীবন যাপনের পাশাপাশি নিশ্চিন্তপুরে কারখানাটির সামনে অবস্থান নিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি করে আসছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status