বাংলারজমিন
দাউদকান্দিতে অস্ত্র ও গুলিসহ আটক ১
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
২০২১-১১-২৪
বুধবার রাত ৩টায় দাউদকান্দিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের নেতৃত্বে ডিবি ইন্সপেক্টর পরিমল দাস ও দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর উত্তর ইউনিয়নস্থ গোলাপেরচর নামক গ্রামে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি এলজি, একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলিসহ একাধিক অস্ত্র উদ্ধার করেছে।
এর সাথে জড়িত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন, গোলাপেরচর গ্রামের মালেক মিয়ার ছেলে মনির (৪৭)। উল্লেখ্য, ২৮ নভেম্বর এই ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর সাথে জড়িত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন, গোলাপেরচর গ্রামের মালেক মিয়ার ছেলে মনির (৪৭)। উল্লেখ্য, ২৮ নভেম্বর এই ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।