কলকাতা কথকতা

কলকাতা কথকতা

সৌরভের স্বপ্নের টেস্ট একাদশে শুধু শচীন আর দ্রাবিড়

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৪ নভেম্বর ২০২১, বুধবার, ১০:৫৭ পূর্বাহ্ন

তিনি ১১৩টি টেস্ট ম্যাচে ৭ হাজার ২৬২ রান করেছেন। একদিনের সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পারফরমেন্স ঈর্ষণীয়। ৩১১টি ওয়ানডেতে তিনি করেছেন ১১ হাজার ৩৬৩ রান। টেস্টে ১৬টি শতরান ও ৩৫টি অর্ধশত রান নিয়ে তাঁর গড় ৪২.১৭। ওয়ানডেতে ২২টি সেঞ্চুরি এবং ৭২টি অর্ধশত রান নিয়ে তাঁর গড় ৪১। এই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন তাঁর স্বপ্নের টেস্ট দল গড়েন তখন তাতে নজর না দিয়ে পারা যায় না।

সৌরভের স্বপ্নের টেস্ট দলে জায়গা পেয়েছেন মাত্র দুই ভারতীয়- শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়। ওপেন করার জন্য সৌরভ বেছে নিয়েছেন ইংল্যান্ডের এলিস্টার কুক এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেনকে।
ওয়ানডাউনে দ্রাবিড় এবং টু ডাউনে আসবেন শচীন টেন্ডুলকার। এরপর দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। উইকেটরক্ষক হিসেবে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা সৌরভের প্রথম পছন্দ।


লেগ স্পিনের দায়িত্ব নেবেন শেন ওয়ার্ন। এরপর বোলিং আক্রমণে আছেন ডেল স্টেইন, মুথাইয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা। তাহলে সৌরভের স্বপ্নের টেস্ট দলটি কি রকম- কুক, হেইডেন, দ্রাবিড়, শচীন, ক্যালিস, পন্টিং, সাঙ্গাকারা, ওয়ার্ন, স্টেইন, মুরালিধরন ও ম্যাকগ্রা। এই দলকে ভয় পাবে না কেউ আছে নাকি?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status