বিশ্বজমিন

এন্টার্কটিকায় ইতিহাসের প্রথম এয়ারবাস এ৩৪০ বিমান

মানবজমিন ডেস্ক

২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৩৮ অপরাহ্ন

ইতিহাসে প্রথমবারের মতো এন্টার্কটিকা মহাদেশে নামলো একটি এয়ারবাস এ৩৪০ বিমান। হাই ফ্লাই নামের একটি বিমানচালনা কোম্পানি এই ফ্লাইটের ব্যবস্থা করেছে। তারাই বিমান ও বিমানের ক্রু ভাড়া করেছে এবং তাদের ইনস্যুরেন্স নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে যাত্রা শুরু করে বিমানটি। এটি উলফ ফ্যাং নামক একটি কোম্পানির জন্য এন্টার্কটিকায় জরুরী রসদ নিয়ে যায়। কোম্পানিটি এন্টার্কটিকায় পর্যটন সংক্রান্ত ব্যবসা পরিচালনা করে।

সিএনএনের খবরে জানানো হয়েছে, ক্রুদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন কার্লস মিরপুরি। তিনি আবার হাই ফ্লাই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। উড্ডয়নের পর এন্টার্কটিকায় অবতরণ করতে মোট ৫ ঘন্টা সময় লেগেছে বিমানটির। সেখানে ক্রু সদস্যরা তিন ঘন্টারও কম সময় অবস্থান করে আবার ফিরে আসেন। এতে মোট ২৫০০ নটিক্যাল মাইল পথ পারি দিতে হয় বিমানটিকে।

এন্টার্কটিকায় একটি ব্লু-আইস রানওয়ে তৈরি করেছে উলফ ফ্যাং। এটি একটি সি লেভেল বিমানবন্দরে রয়েছে। ফলে উচ্চ প্রশিক্ষণ ছাড়া এ বিমানবন্দরে বিমান অবতরণ প্রায় অসম্ভব। তবে সেই চ্যালেঞ্জ সফলভাবে জয় করলেন এন্টার্কটিকায় প্রথম এয়ারবাস এ৩৪০ বিমানের ক্রুরা।

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status