বাংলারজমিন

ইউপি নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ চেয়ারম্যান পদে লড়াইয়ে ১৩৮

জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৪ নভেম্বর ২০২১, বুধবার, ৮:১৪ অপরাহ্ন

তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ৩০ ইউনিয়নে নির্বাচন। নবীনগর, সরাইল ও বাঞ্ছারামপুর উপজেলার এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৩৮ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে সর্বাধিক ১৩ প্রতিদ্বন্দ্বী সরাইলের পাকশিমুল ইউনিয়নে। এছাড়া সরাইলের আরো দু’টি ইউনিয়নে ৯ জন করে এবং একটি ইউনিয়নে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার ৯ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬৮ জন। আর নবীনগর উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬৪ জন। এই উপজেলার শ্রীরামপুর, সাতমোড়া ইউনিয়নে ৯ জন করে এবং লাউরফতেপুর ইউনিয়নে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঞ্ছারামপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৮টিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরমধ্যে ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নে সাধারণ এবং সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন ৭টি ইউনিয়নে সদস্য পদে এবং ৩টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যপদে নির্বাচন হচ্ছে।   
প্রার্থীদের প্রচার-প্রচারণায় এখন মুখর জেলার ৩০ ইউনিয়ন। নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের মো. ফিরোজ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. রানা, স্বতন্ত্র মো. নুর আলম, রছুল্লাবাদ ইউনিয়নে স্বতন্ত্র খন্দকার মনির হোসেন, মো. মিজানুর রহমান, মো. রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগের মো. আলী আকবর, ইব্রাহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবু মুছা, স্বতন্ত্র মামুনুর রশিদ ভূইয়া, মো. নোমান চৌধুরী, মো. মমিনুল ইসলাম, লাউরফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মজিবুর রহমান, স্বতন্ত্র নাজমুল হাসান, মো. আবদুল কাহহার, মো. আবু মুছা, মো. জাহাঙ্গীর আলম, মালু মিয়া, মো: সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোশারফ হোসেন খান, জিনোদপুর ইউনিয়নে আওয়ামী লীগের আবদুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মালেক, স্বতন্ত্র আতিকুল ইসলাম, মো. আবুল বাশার, মো. সোহেল ও রবিউল, বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউর রহমান, স্বতন্ত্র কবির আহমেদ ও বকুল, নবীনগর পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের আবদুল্লাহ আল মামুন,ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাইরুল বাশার, স্বতন্ত্র মোজাম্মেল হক, মো. হেলাল উদ্দিন, মো. শামসুল হক, রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগের সৈয়দ জাহিদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আক্কাস, স্বতন্ত্র গোলাম মোস্তফা মারুফ ও মাহাবুব, শ্যামগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র আবুল খায়ের, মনির হোসেন, মোহাম্মদ আমীর হোসেন, মো. মামুন মিয়া, মো. শাহজাহান সিরাজ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শরিফ আহম্মেদ, আওয়ামী লীগের শামছুজ্জামান খান, শ্রীরামপুর ইউনিয়নে স্বতন্ত্র আজহার হোসেন সরকার, এনামুল হক, খাইরুন্নাহার, জাকি উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রিজিক সরকার, জাকের পার্টির নূরুল ইসলাম, আওয়ামী লীগের মো. সৈয়দুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান মিয়া, সাতমোড়া ইউনিয়নে আওয়ামী লীগের জসিম উদ্দিন আহমেদ, স্বতন্ত্র মোমেন মিয়া, মোশারফ হোসাইন, মোহাম্মদ শাহজাহান, মো. তাজুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোবারক হোসেন, জাতীয় পার্টির মো. হারুন অর রশিদ। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র আফতাব মিয়া, মো. আবদুল মাজিদ মিয়া, আমীর মিয়া, কাজল চৌধুরী, মো. ইমরান মিয়া, মো. সায়মুন ইসলাম, জাতীয় পার্টির আলী নেওয়াজ, আওয়ামী লীগের শফিকুল ইসলাম, পাকশিমুল ইউনিয়নে স্বতন্ত্র আবদুল্লাহ সরকার, ইমরান হোসেন, কাউসার হোসেন, কুতুবুল আলম, জিয়াউর রহমান, মো. আবদুল্লাহ, মো. আবদুল্লাহ ভূইয়া, মো. আবুল কাশেম, মো. আলফু মিয়া, জাতীয় পার্টির কাজী ওবাইদুল হক, ইসলামী ঐক্যজোটের মো. ওয়ালিউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিন্নত আলী, আওয়ামী লীগের সাইফুল ইসলাম, পানিশ্বর উত্তর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কালু মিয়া, ইসলামী ঐক্যজোট (আইজেও) মোবারক হোসেন, জাতীয় পার্টির মো. উছমান গনি, আওয়ামী লীগের মো. দ্বীন ইসলাম, স্বতন্ত্র মোজাহিদ, মোস্তাফিজুর রহমান, মো. এরশাদ, মো. এসকান্দর মিয়া, মো. জসিম উদ্দিন, মো. মোবারক আলী, শাহজাদাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোছাম্মৎ আছমা আক্তার, জাতীয় পার্টির মো. আতাউর রহমান ভূঁইয়া, স্বতন্ত্র মো. আঙ্গুর মিয়া, মো. আরমান মিয়া, রফিকুল ইসলাম, শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের খায়রুল হুদা চৌধুরী, জাতীয় পার্টির মো. মিলাদুল ইসলাম, স্বতন্ত্র ছাদেকুর রহমান, মীর মুজিব উদ্দিন জাভেদ, মো. ইকরামুল আমিন, মো. মাসুদ রানা, রাজীব আহমেদ, রিয়াজ উদ্দিন আহমেদ, সরাইল সদর ইউনিয়নে আওয়ামী লীগের সেলিম খন্দকার, স্বতন্ত্র মো. ইউনুছ মিয়া, আবদুল জব্বার ও মো. আবদুল জব্বার, অরূয়াইলে স্বতন্ত্র আবদুর রউফ, বাহার উদ্দিন, মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোশাররফ হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগের মো. শফিকুল ইসলাম, কালিকচ্ছ ইউনিয়নে স্বতন্ত্র মো. আলীজান, মো. তকদীর হোসেন, মো. ছায়েদ হোসেন, মো. শরাফত আলী, মো. অহিদুজ্জামান লস্কর, শেখ মো. আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শরীফ চৌধুরী, আওয়ামী লীগের রোকেয়া আক্তার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইদ্রিছ মোহাম্মদ খান, চুন্টা ইউনিয়নে স্বতন্ত্র মোহাম্মদ মনছর আলী, মো. হুমায়ুন কবির, শামীমা আক্তার, জাতীয় পার্টির মো. বাহার মিয়া, আওয়ামী লীগের শেখ মো. হাবিবুর রহমান। বাঞ্ছারামপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে নির্বাচন হচ্ছে ৩টি ইউনিয়নে। বাঞ্ছারামপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুর রহিম, স্বতন্ত্র আলী আহাম্মদ, ফরদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মো: রাশিদুল ইসলাম, স্বতন্ত্র মহিউদ্দিন আহমেদ, তেজখালী ইউনিয়নে আওয়ামী লীগের একেএম শহিদুল হক, স্বতন্ত্র গাজী ফাইজুর রহমান। বাকি ৮ ইউনিয়নে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন পাহাড়িয়াকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের মো. গাজীউর রহমান, সোনারামপুর ইউনিয়নে মো. শাহীন, দড়িকান্দি ইউনিয়নে মোহাম্মদ শফিকুল ইসলাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মোহাম্মদ আমিনুল ইসলাম, রূপসদী ইউনিয়নে মো. আবদুল হাকিম, ছলিমাবাদ ইউনিয়নে স্বতন্ত্র মো. জালাল মিয়া, উজানচর পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের কাজী জাদিদ আল রহমান, মানিকপুর ইউনিয়নে আওয়ামী লীগের ফরিদ উদ্দিন আহমেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status