কলকাতা কথকতা
কলকাতা কথকতা
কলকাতার পুরভোট নিয়ে সিদ্ধান্ত হলো না
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-১১-২৩
কলকাতা ও হাওড়ার পুরভোট ১৯ ডিসেম্বর করার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছিল রাজ্য নির্বাচন কমিশন। কথা ছিল আজই ঘোষিত হবে নির্ঘন্ট। কিন্তু, রাজ্যপাল জগদীপ ধনখর বেঁকে বসলেন। ভোট সংক্রান্ত আদেশনামায় সই করলেন না। তিনি বলেন, রাজ্যের বাকি একশো চোদ্দটি পুরসভায় একইসঙ্গে ভোট হওয়া উচিত স্বচ্ছতা বোঝাতে। রাজ্য নির্বাচন কমিশন নিজেদের স্বচ্ছতা বোঝাতে একসঙ্গে নির্বাচন করুক। সেটাই সঙ্গত হবে। রাজ্যপালের সই না হওয়ার ফলে রাজ্য নির্বাচন কমিশন ফাঁপরে পড়লো নির্বাচন নিয়ে। এদিন সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা পুরভোট পঁচিশ নভেম্বর থেকে পিছিয়ে দেয়ার আবেদন করেছিল। সুপ্রিম কোর্ট এদিন তা খারিজ করে দেয়। একইসঙ্গে সুপ্রিম কোর্ট ত্রিপুরার বিজেপি সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় জোর দিতে নির্দেশ দেয়।