খেলা

বাংলাদেশ টেস্ট দলে কে এই রাজা?

স্পোর্টস রিপোর্টার

২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ২:২২ অপরাহ্ন

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী টপঅর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং পেসার রেজাউর রহমান রাজা।

জয় গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের একজন সদস্য। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। এরপর করোনার কারণে খুব বেশি ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ হয়নি। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগ ও ঢাকা প্রিমিয়ার লীগে খারাপ করেননি এই ডানহাতি ব্যাটার। মাঝে বিসিবি হাই পারফরম্যান্স দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে জয়ের অভিষেক হয় প্রথম শ্রেণির ক্রিকেটে।

এবারের জাতীয় লীগসহ এখন পর্যন্ত ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম ম্যাচে জোড়া শূন্য দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে তিনি করেন দুটি সেঞ্চুরি। চলতি রাউন্ডেও ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছেন ৮৩ রানের ইনিংস। সব মিলিয়ে ৬ ম্যাচের ১০ ইনিংসে ৪৬ গড়ে মাহমুদুল রান করেছে ৪৬০। জয়ের অন্তভূক্তির ব্যাপাারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ ওর ক্যারিয়ারের শুরুতেই উন্নতির ছাপ রেখেছে। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ভালো করার মানসিকতা তার আছে। এখন ছন্দেও আছে।’

জয়ের মতো রাজাও খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। ২২ বছর বয়সী পেসার গত বছর জাতীয় লীগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন। তিনি ১০ ম্যাচ খেলে এখন পর্যন্ত নিয়েছেন ৩৩ উইকেট। এবার জাতীয় লীগে প্রথম ম্যাচে নেন তিনি ৮ উইকেট, পরের দুই ম্যাচে আরও ৪টি। সিলেট থেকে গত পাঁচ বছরে জাতীয় দলে আসা চতুর্থ পেসার হতে যাচ্ছেন রাজা। আবু জায়েদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদের পর এবার রাজা সুযোগ পেলেন। তবে রাজার সুযোগ পাওয়ায় বড় ভূমিকা মূলত তাসকিন ও শরীফুলের চোটের।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আঙুলে চোট পান তাসকিন। আগের ম্যাচে কুঁচকির চোটে মাঠ ছাড়েন শরীফুল। তুলনামূলক অভিজ্ঞ খালেদকে দলে না ডেকে রাখা হয় রাজা। এর ব্যাখ্যায় নান্নু বলেন, ‘তাসকিন ও শরীফুলের চোটের ভাবনা থেকেই রাজাকে দলে ডাকা হয়েছে। সে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করছে। ছেলেটা অনেক শক্তিশালী ও উদ্যমী। আশা করি, সে ভালো করবে।’

আগামী শুক্রবার সকাল ১০টা থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান। এরপর আবার ঢাকা ফিরে আগামী ৪ই ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে দুইদল।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status