দেশ বিদেশ

নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে কাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৪১ অপরাহ্ন

বন্দরনগরী চট্টগ্রামসহ সারা দেশে গত আট মাসে দফায় দফায় বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম। ফলে চট্টগ্রামের সকল উন্নয়নমূলক কাজ বাধার সম্মুখীন হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরি। এতে দিশাহারা হয়ে পড়েছেন চট্টগ্রামের আড়াই হাজার ঠিকাদার। আগামী ১৫ দিনের মধ্যে নির্মাণ সামগ্রীর দাম না কমালে চট্টগ্রামে চলমান সব ধরনের নির্মাণকাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতি। গতকাল নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু বলেন, ‘গত ৮ মাসে নির্মাণসামগ্রীর ব্যয় ৩৫ থেকে ৪০ শতাংশ বেড়েছে। এতে সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হুমকির মুখে পড়েছে। বর্তমানে আড়াই হাজার ঠিকাদারের অধীনে ১০ থেকে ১২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরি খরচ।’ তিনি বলেন, পাঁচশ টাকার মজুরি খরচ এখন আটশ’ টাকা হয়েছে। ৬০ গ্রেডের ৫০ থেকে ৫২ হাজার টাকার রড বর্তমানে ৮২ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। ৩ হাজার ৩শ’ থেকে ৩ হাজার ৪শ’ টাকার আমদানি করা পাথর এখন ৫ হাজার থেকে ৫ হাজার ১শ’ টাকায় ঠেকেছে। ৩৬০ টাকার সিমেন্ট ৪শ’ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। ৬ হাজার ৩শ’ টাকার বিটুমিন ১১ হাজারে পৌঁছেছে। আগে টনপ্রতি ৪২ হাজার টাকায় বিক্রি হওয়া বিটুমিন লিকুইড ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাই নির্মাণসামগ্রী বাড়ার কারণে ঠিকাদারদের পথে বসার উপক্রম হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের দাম না কমালে আমরা আমাদের সব ধরনের চলমান কাজ বন্ধ করতে বাধ্য হবো।  ঠিকাদারদের দাবি, চট্টগ্রামে নির্মাণকাজে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির তৈরি বিটুমিন ব্যবহার করা হতো। কিন্তু বিদেশ থেকে বিটুমিন আমদানিকারকদের কারসাজির কারণে দেশীয় বিটুমিনের সরবরাহ চাহিদার তুলনায় একেবারেই কমে গেছে। তাছাড়া ড্রাম সংকট দেখিয়ে অয়েল কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী বিটুমিন সরবরাহ দিচ্ছে না। ফলে বাজারে বিটুমিনের সংকট দেখিয়ে এর দাম বাড়ানো হয়েছে সংবাদ সম্মেলনে অন্যান্য ঠিকাদারদের মধ্যে মহিউদ্দীন সেফুল, মহদিন হায়দার, নজরুল ইসলাম, সালাউদ্দিন লিটন, সাইফুল ইসলাম, শওকত হোসেন, ইলিয়াস চৌধুরী, আরজু মোহাম্মদ নাসের, আবদুল্লাহ টিটু, জামশেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, বাবলা বড়ুয়া, রিদুয়ানুল হক, মো. হানিফ, হাসান মোহাম্মদ রাশেদ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status