শিক্ষাঙ্গন
দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন বুয়েট শিক্ষক নিখিল
স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর ২০২১, রবিবার, ৮:২৪ অপরাহ্ন

ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) বিভাগীয় প্রধান থেকে অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বুয়েট প্রশাসন। আজ রোববার বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডাব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, এই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর প্রতিবেদন জমা দিলে সেটি বুয়েটের একাডেমিক কিংবা সিন্ডিকেট মিটিংয়ে তোলা হবে। সেখানে ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে বুয়েটের আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. নিখিলের জড়িত থাকার বিষয়টি গণমাধ্যমে উঠে আসে।

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]