এক্সক্লুসিভ

হামদর্দ বিশ্ববিদ্যালয় মনোরম ক্যাম্পাস আধুনিক ও গুণগত শিক্ষা

পিয়াস সরকার

৬ নভেম্বর ২০২১, শনিবার, ৬:৫৮ অপরাহ্ন

রাজধানীর মতিঝিল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস। কাজলা নদীর তীরে ১৬০ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টি। একপাড়ে নদী, অপরদিকে প্রধান সড়ক আর ক্যাম্পাসজুড়ে সবুজের সমারোহ। অন্যরকম এক দৃশ্য। ২০১২ সাল থেকে নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু করে হামদর্দ। এরপর ২০১৫ সালে নিজস্ব ক্যাম্পাসে শুরু হয় পাঠদান। গড়ে ওঠে পরিপাটি, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হামদর্দ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নগর। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পোদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার উদ্যোগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

এতে রয়েছে পাঁচটি অনুষদ; বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদ এবং হেলথ সায়েন্সেস। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দিকনির্দেশনায় ছয় মাসের সেমিস্টার বা বাই সেমিস্টার পদ্ধতিতে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিএ (অনার্স) ইন ইংরেজি, বিএসএস (অনার্স) ইন ইকোনমিক্স, বিএসসি (অনার্স) ইন  ম্যাথমেটিকস, ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) ও ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস) এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, ইএমবিএ, এম এ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (এম এ ইন ইএলটি) মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) এবং এমএসসি ইন (গণিত) সহ সর্বমোট ১৩টি প্রোগ্রামের শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া ফার্মেসিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইউজিসির অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী ও আয়ুর্বেদিক প্রোগ্রাম দু’টি ইউজিসি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন পাবার পর ২০১৪ সাল থেকে চালু করা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধুমাত্র হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বিইউএমএস ও বিএএমএস প্রোগ্রামসমূহ অধ্যয়নের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে রয়েছে ২০ সদস্যবিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ। যার চেয়ারম্যান বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক বোর্ডের সাবেক চেয়ারম্যান কাজী গোলাম রহমান। ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এবং জাতীয় অধ্যাপক ডা. এ. কে আজাদ খান। আরও রয়েছেন লে. জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম, পিএসপি’র চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশ এর সাবেক আইজি এ.টি. আহমেদুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত চিকিৎসক ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ।
আধুনিক প্রযুক্তি সুবিধাসমৃদ্ধ ক্লাসরুম, উন্নত বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাবরেটরি, সুবৃহৎ লাইব্রেরিসহ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ওয়াইফাই সুবিধা। টিউশন ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম। এ ছাড়াও শিক্ষার্থীদের রয়েছে নানা আর্থিক সুবিধা। ঢাকা ও কুমিল্লায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রয়েছে ট্রান্সপোর্ট সুবিধা। বিশ্ববিদ্যালয়ে রয়েছে ক্যাম্পাস সংলগ্ন তিনটি আবাসিক হোস্টেল। নিয়মিত শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও ইংরেজি বিষয়ের উপর বিনামূল্যে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন হয়ে থাকে। রয়েছে চাকরি সংক্রান্ত ট্রেনিং প্রফেশনাল প্রোগ্রামটি (পিটিপি)।

হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ৬০ শয্যাবিশিষ্ট হামদর্দ জেনারেল হাসপাতাল রয়েছে। এই হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং যুগোপযোগী গবেষণার নিমিত্তে তুরস্কের কাস্তামনু বিশ্ববিদ্যালয়, ভারতের জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় ও অণটঝঐ মন্ত্রণালয় এবং শ্রীলঙ্কার দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর কমপ্লিমেন্টারি মেডিসিনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং এর পরিধি বাড়ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুণগত শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, ঢাকা, লক্ষ্মীপুর ও বগুড়ায় অবস্থিত হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ-এর আধুনিক ফ্যাক্টরি ও কর্পোরেট অফিস, হামদর্দ জেনারেল হাসপাতাল, হামদর্দ পাবলিক কলেজ এবং দেশব্যাপী বিস্তৃত হামদর্দ বাংলাদেশ-এর ২৭৩টি আউট লেটে চাকরির সুযোগ পান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে ১০টি অনুষদের আওতায় ৪৭টি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের ‘সমৃদ্ধ জ্ঞানচর্চা কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার সক্রিয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status