দেশ বিদেশ

গণসংহতি আন্দোলনের কমিটি

জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী

স্টাফ রিপোর্টার

২ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:১৭ অপরাহ্ন

জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী করে ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন। তবে কমিটিতে ৪টি পদ খালি রাখা হয়েছে। দলের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু জানান, গত ২৯, ৩০ ও ৩১শে অক্টোবর তিন দিনব্যাপী গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে তিনদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা, সাংগঠনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শেষে এই নতুন কমিটি গঠন করা হয়। দলের নির্বাহী কমিটিতে ৭ সদস্যের রাজনৈতিক পরিষদ, ৭ সদস্যের সম্পাদকমণ্ডলী এবং ৭ জনকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা হয়। ৪টি নির্বাহী কমিটির সদস্য পদ খালি রাখা হয়। রাজনৈতিক পরিষদের সদস্যরা হলেন- জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, দেওয়ান আবদুর রশিদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি ও মনির উদ্দীন পাপ্পু। সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন- জুলহাসনাইন বাবু, উচ্চা ভূঁইয়া, ফাল্গুনী সরকার, মুরাদ মোর্শেদ, ইমরাদ জুলকারনাইন, পীদক রায়, তরিকুল সুজন। নির্বাহী কমিটির সদস্যরা হলেন- এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, মিজানুর রহমান মোল্লা, সৈকত মল্লিক, অপূর্ব নাথ, অঞ্জন দাস, উবা থুয়াই মার্মা। এ ছাড়া ৪ জন জ্যেষ্ঠ সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এরা হলেন- নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নুরুল আলম শাহীন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status