বিশ্বজমিন

৪৮ ঘন্টার মধ্যে রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ, লেবাননের সব পণ্য আমদানি সৌদি আরবে নিষিদ্ধ

মানবজমিন ডেস্ক

২০২১-১০-৩০

লেবাননের রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছে সৌদি আরব ও বাহরাইন। এর মধ্যে সৌদি আরব ছাড়তে রাষ্ট্রদূতকে ৪৮ ঘন্টার সময় দিয়েছে সৌদি আরব এবং লেবাননের সমস্ত পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে। ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের যুদ্ধ নিয়ে লেবাননের তথ্যমন্ত্রীর সমালোচনার জবাবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সব নাগরিকের লেবানন সফর নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ এসব তথ্য জানিয়েছে। শুক্রবার এসপিএ এক বিবৃতিতে বলেছে, লেবানন সরকার সংশোধনমূলক ব্যবস্থা নিতে অব্যাহতভাবে ব্যর্থ হয়েছে এবং তারা প্রকৃত সত্য এড়িয়ে যাচ্ছে। এর ফলে লেবাননের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক যে পর্যায়ে এসেছে তার নিন্দা জানায় সৌদি সরকার। এর কয়েক ঘন্টা পরেই লেবাননের রাষ্ট্রদূতকে একই কারণে দুই দিনের মধ্যে বাহরাইন ছাড়ার নির্দেশ দিয়েছে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

লেবানন এবং সৌদি আরবের মধ্যে এরই মধ্যে সম্পর্কে মারাত্মক টান ধরেছে। কিন্তু মঙ্গলবার সেই উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। এদিন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোদাহির একটি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতে তিনি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন যুদ্ধের সমালোচনা করেছেন। তবে কোরদাহির দাবি, তিনি মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার এক মাসেরও বেশি আগে ওই সাক্ষাতকার রেকর্ড করা হয়েছিল। এতে তিনি ইয়েমেন যুদ্ধ নিয়ে যা বলেছেন, তা তার একান্ত ব্যক্তিগত মত। এ জন্য পুরো সরকারকে, দেশকে শাস্তি দেয়া উচিত নয়। কারণ, যখন তিনি ওই মন্তব্য করেন, তখন তিনি মন্ত্রী নন। ওই সাক্ষাতকারে তিনি বলেছেন, বাইরের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তিনি দীর্ঘদিনের ইয়েমেন যুদ্ধকে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন এবং এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তার এই মন্তব্য সৌদি আরব নেতৃত্বাধীন জোটশক্তিকে আঘাত করেছে বলে মনে করছে সৌদি আরব ও অন্যরা।

জর্জ কোদাহি লেবাননের একজন জনপ্রিয় উপস্থাপক। তা থেকে তিনি মন্ত্রী হয়েছেন। লেবানন সরকারও বলেছে, তিনি যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত। শুক্রবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সৌদি আরবের এমন পদক্ষেপে অনুশোচনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আরব সংহতি সুরক্ষিত রাখতে এই সঙ্কটকে কাটিয়ে উঠতে আমরা ভ্রাতৃপ্রতীম আরব নেতাদের প্রতি আন্তরিক আহ্বান জানাই। সহায়তা চাই।
উল্লেখ্য, একই ঘটনায় এ সপ্তাহে লেবাননের রাষ্ট্রদূতকে তলব করেছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। অন্যদিকে কাতার ও ওমানসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির ৬ সদস্য দেশও কোরদাহির মন্তব্যের নিন্দা জানিয়েছে। লেবাননে সৌদি আরবপন্থি কিছু নেতা কোরদাহিকে সরকার থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট মিশেল আউন, প্রধানমন্ত্রী মিকাতিসহ লেবানন কর্তৃপক্ষ কোরদাহির মন্তব্যকে খারিজ করে দিয়েছে। তারা বলেছে, ওই বক্তব্য লেবানন সরকারের নয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status