অনলাইন

ধোঁয়াশা কাটেনি মিজানুর রহমান আজহারীর বৃটেন সফর নিয়ে

খালেদ মাসুদ রনি, বৃটেন থেকে

৩০ অক্টোবর ২০২১, শনিবার, ১০:২৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় বসবাসরত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বিশ্বের বিভিন্ন বয়সী মানুষের কাছে জনপ্রিয় বাংলাদেশি এ বক্তা প্রথমবারের মতো বৃটেন সফরে আসার কথা ছিলো বৃহস্পতিবার। দেশটির স্যাটেলাইট চ্যানেল আই অন টিভির আমন্ত্রণে ইসলামী কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এ সফর হওয়া কথা ছিলো। কিন্তু মঙ্গলবার (২৬ অক্টোবর) কাতার বিমানবন্দরে আটকে দেয়া হয় তাকে। বৃটিশ হোম অফিস কর্তৃক ভিসা বাতিল করায় তাকে আটকে দেয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার তার কাতারের ৩ দিনের ট্রানজিট ভিসার মেয়াদ শেষ হওয়ায় এবারের সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে দেশটির হাইকোর্টে দ্বারস্থ হয়েছে আয়োজক কমিটি। তবে দেশটিতে ছুটির দিন থাকায় নির্ধারিত তারিখে তার আসার সম্ভাবনা নেই বলে আপাতত মনে হচ্ছে।
আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক বলেছেন, আমরা প্রোগ্রাম কয়েকদিন পিছিয়ে দিচ্ছি, আগামী সপ্তাহে তিনি লন্ডনে আসবেন। ৩১শে অক্টোবর লন্ডনসহ ৫টি শহরের ওয়াজ মাহফিলে অংশ নেয়ার কথা ছিলো মিজানুর রহমান আজহারীর। তার সফর বাতিলের সংবাদে সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কাতারের দোহায় অবস্থান করছেন বলে জানা গেছে।
এদিকে, মেইলের এক জবাবে বৃটেনের হোম অফিসের প্রেস বিভাগ বিষয়টি নিয়ে এখন কোন মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে, এখনও কোন সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, হাইকোর্টের জবাব না দেয়া পর্যন্ত হোম অফিস মিডিয়ার কাছে কোন মন্তব্য করবে না। একই সাথে ‘আই অন’ টিভি তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইসলামী কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩১শে অক্টোবর হওয়ার কথা ছিলো, বিশেষ কারণে এটা বাতিল করা হয়েছে। হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আগামী তারিখ জানানো হবে।
অপরদিকে, বৃটেনে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির এক সভা শক্রবার রাতে লন্ডন শহরের হোয়াইচ্যাপলে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, যখন দেশরে শান্তিপ্রিয় মানুষগুলো সাম্প্রদায়িক হামলার ভয়াবহতায় আতংকে দিন কাটাচ্ছে ঠিক তখন মৌলবাদী, যুদ্ধাপরাধীদের মদদপুষ্ট সাম্প্রদায়িক হাঙ্গামার উস্কানিদাতা মিজানুর রহমান আজহারীকে লন্ডনে আমন্ত্রণ জানিয়ে গণসমাবেশের আয়োজন করার পাঁয়তারা করা হচ্ছে। তিনি বাঙালি জাতির সংস্কৃতি, জাতিসত্ত্বা ও ইতিহাসের উপর বিরূপ মন্তব্য করে মানুষের মগজ ধোলাই করে আসছে। বর্তমান সময়ের মতো আগামীতে তার আগমন আমরা প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।

এ বিষয়ে বৃটেনের বিশিষ্ট আইনজীবী ও কনজারভেটিভ লিডার দেওয়ান মাহদী বলেন, মাওলানা আজহারী একজন জনপ্রিয় ইসলামী বক্তা। তিনি বিভিন্ন কারণে জনপ্রিয়তা পেয়েছেন। অন্য বক্তাদের চেয়ে একটু ভিন্নতা নিয়ে এসেছেন ওয়াজে। উনার কিছু চমৎকার ওয়াজ আছে যা বারবার শুনতে মন চায়, একই সঙ্গে তার কিছু বিতর্কিত ওয়াজ রয়েছে এগুলো না বললে হত। তবে সকল মানুষ সবার মন জয় করতে পারবে না। বড় লেবেলে যে কেউ হন না কেন, তিনি প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা বলেন, সবার বেলা একই। সবার কাছে জনপ্রিয় হবেন না। আসলে আমরা এদেশে বড় নেতারা বা বক্তারা আসলে যে কাঁদা ছুড়াছড়ি করি এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয় এদেশে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজহারীকে মেলালে হবে না, প্রধানমন্ত্রী আজহারীর অনেক উপরে। আজহারী এলে উনার কিছু হওয়ার কথা না, যারা তা বলে তারা প্রধানমন্ত্রীর ওজন বুঝতে পারছে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status