বিশ্বজমিন

আফগানিস্তানের জব্দ অর্থ ছাড় দিতে বিশ্বব্যাংক, আইএমএফের প্রতি চীনের আহ্বান

মানবজমিন ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৩:২৬ অপরাহ্ন

আফগানিস্তান পুনর্গঠনে দেশটির জব্দ করা অর্থ ছাড় দেয়ার জন্য বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রতি বুধবার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগস্টে নির্বাচিত সরকারকে উৎখাত করে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। তখন থেকেই দেশটির কেন্দ্রীয় ব্যাংকের শত শত কোটি ডলার হিমায়িত অবস্থায় আছে। আফগানিস্তানে মানবিক সহায়তা অব্যাহত থাকলেও তালেবানদের হাতে সেই অর্থ যাওয়া স্থগিত করে রাখে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় দেশটির ব্যাংকগুলো অর্থশূন্য হয়ে যাচ্ছে বা গেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া যাচ্ছে না। খাদ্যপণ্যের দাম বেড়েছে আকাশচুম্বী। আইএমএফ মঙ্গলবার বলেছে, এই বছর দেশটির অর্থনীতি শতকরা ৩০ ভাগ সঙ্কুচিত হতে চলেছে। এর ফলে সেখানে শরণার্থী সঙ্কট আরো তীব্র হতে পারে। এমন অবস্থার প্রেক্ষিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভিডিওলিঙ্ক সম্মেলনে বক্তব্য রাখছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, সকল পর্যায়ে পুনরুজ্জীবন প্রয়োজন আফগানিস্তানের এবং তাদের শীর্ষ অগ্রাধিকারে থাকা উচিত উন্নয়ন। এ সময় তিনি আফগানিস্তানের বিরুদ্ধে একতরফা অবরোধ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতি নতুন করে আহ্বান জানান। পাশাপাশি আফগানিস্তানে অধিক পরিমাণ করোনা ভাইরাসের টিকা ও ওষুধ সামগ্রী পাঠানোর জন্য আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি।

উল্লেখ্য, আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা হিসেবে চীন ৩ কোটি ডলার দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তালেবানদেরকে বিচ্ছিন্ন না করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য সব সময়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে চীন। ওয়াং ই বলেন, আমার সামগ্রিক ধারণা হলো, তালেবানরা আলোচনা এবং বাইরের সহযোগিতার জন্য উদগ্রীব হয়ে আছে। এসব বিষয়ে তারা খুবই সিরিয়াস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status