খেলা

ক্ষমা চেয়ে ডি কক বললেন ‘আমি বর্ণবাদী নই’

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ২:৫৪ অপরাহ্ন

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এর সঙ্গে সংহতি জানিয়ে হাঁটু গেড়ে বসতে চাননি কুইন্টন ডি কক- এমন ঘটনা নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্দেশ না মানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি সাবেক প্রোটিয়া অধিনায়কের। লম্বা সময় ধরে নিশ্চুপ থাকার পর মুখ খুলেছেন ডি কক। লিখিত সেই বিবৃতি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেখানে ক্ষমা চেয়ে ডি কক স্পষ্ট করে জানিয়েছেন, তিনি বর্ণবাদী নন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শিকার হন ডিড কক। অনেকেই প্রোটিয়া কিপার-ব্যাটারকে ‘বর্র্ণবাদী’ বলে সমালোচনা করেন। নিজের অবস্থান পরিস্কার করে ডি কক বলেন, ‘শুরুতেই আমি সতীর্থ ও দেশের সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি কখনই এটাকে ইস্যু বানাতে চাইনি। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্ব আমি জানি। খেলোয়াড় হিসেবে আমাদের উদাহরণ সৃষ্টি করা দায়িত্ববোধও আমার রয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের দিন হঠাৎ করেই ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকা বোর্ড নির্দেশ দেয় হাঁটু গেড়ে প্রতিবাদ জানানোর। যা সবার জন্য ছিল বাধ্যতামূলক। যা মানতে পারেননি ডি কক। তিনি বলেন, ‘যদি আমি হাঁটু গেড়ে বসলে অন্যরা শিক্ষিত হতো এবং অন্যদের জীবন সহজ হয়ে যেত, আমি খুশিমনেই তা করতাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলে আমি কাউকে অসম্মান করতে চায়নি, ওয়েস্ট ইন্ডিজ দলকে তো কোনোভাবেই না। অধিকাংশ মানুষ হয়তো বুঝতে পারেনি, ম্যাচ খেলার পথে, মঙ্গলবার সকালে হঠাৎ আমাদের এটা জানানো হলো। আমি মিথ্যা বলব না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচ খেলতে যাওয়ার পথে ‘মানতেই হবে, না হলে...’Ñইঙ্গিতপূর্ণ এমন একটা নির্দেশনা দেখে স্তব্ধ হয়ে গেছি। আমার মনে হয় না আমি একাই হয়েছি।’

ডি কক স্পষ্ট করেই বলেছেন তিনি বর্ণবাদী নন। উদাহরণ টেনেছেন নিজের পরিবারের কৃষ্ণাঙ্গ সদস্যদের কথা। তিনি বলেন, ‘আমার কারণে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এজন্য আমি দুঃখিত। আমি বর্ণবাদী নই। আমার হৃদয়ের অন্তঃস্থলে আমি জানি সেটা। এবং আমাকে যারা চেনে তারাও জানে বলে আমার ধারণা। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এত দিন চুপ ছিলাম আমি। কিন্তু এখন মনে হচ্ছে, একটু ব্যাখ্যা দেওয়া দরকার। যারা জানে না, আমি নিজেই মিশ্র বর্ণের পরিবার থেকে এসেছি। আমার সৎবোনেরা কৃষ্ণাঙ্গ, আমার সৎ মা কৃষ্ণাঙ্গ। আন্তর্জাতিক পর্যায়ে এখন আন্দোলন হচ্ছে বলেই না, জন্মের পর আমার জীবনে থেকেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’। কোনো একক ব্যক্তির চেয়ে সব মানুষের অধিকার নিশ্চিত করা ও সবার মধ্যে সমতা খুবই গুরুত্বপূর্ণ। সবারই অধিকার আছে এবং সেগুলো গুরুত্বপূর্ণÑএটা শিখেই আমি বড় হয়েছি।’

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নিয়ে হাঁটু গেড়ে বসার নিয়ম বাধ্যতামূলক ছিল না দক্ষিণ আফ্রিকা দলে। হাঁটু গেড়ে প্রতিবাদ না জানালেই ‘বণবাদী’ এমন অপবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডিড কক। তিনি বলেন, ‘আমাদের আগে বলা হয়েছিল, আমরা যা করতে চাই, সেটা করার স্বাধীনতা আমাদের আছে। আমি আমার ভাবনা নিজের কাছেই রেখেছি এবং আমার পরিবার ও দেশের হয়ে খেলার গৌরবের কথা ভেবেছি। আমি বুঝতে পারছিলাম না, যেখানে প্রতিটি দিন যখন সব ধরনের মানুষের সঙ্গে থাকি, তাদের ভালোবাসি, তাহলে কেন একটা আচরণ দিয়ে সেটা আমাকে প্রমাণ করতে হবে।’

‘বর্ণবাদী’ বলায় কতটা কষ্ট পেয়েছেন সেটাও বলেছেন ডি কক। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিবন্ধী। বেকুব। স্বার্থপর। অবিবেচক। কিন্তু এসবে আমি কখনো কষ্ট পাইনি। ভুল বোঝাবুঝির কারণে বর্ণবাদী ডাকাতে পেয়েছি। এটা আমার পরিবারকে আহত করেছে। এটা আমার গর্ভবতী স্ত্রীকে দুঃখ দিয়েছে। আমি আমার সব সতীর্থকে ভালোবাসি। এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্রিকেট খেলার চেয়ে বেশি আর কিছুই ভালোবাসি না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status