অনলাইন

বাঞ্ছারামপুরে তৃণমূলের রায় উপেক্ষা করে আওয়ামী লীগের মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ১:২২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বুধবার দুপুরে ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দি বাজারে শতশত মানুষ মনোনয়ন বিরোধিতায় এই কর্মসূচী পালন করেন। এরআগে ২৬শে অক্টোবর বাঞ্ছারামপুরে ১১ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কিন্তু ছলিমাবাদ ইউনিয়নে তৃণমূলের রায় উপেক্ষা করে মনোনয়ন দেয়ার অভিযোগ উঠে। উপজেলা আওয়ামী লীগ সুত্র জানায়- বাঞ্ছারামপুরে একেবারেই স্বচ্ছ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা ভোট দিয়ে প্রার্থী বাছাই করেন। গত ২১শে অক্টোবর উপজেলা সদরের ক্যাপ্টিন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে ছলিমাবাদ ইউনিয়নের প্রার্থী বাছাইয়ে ভোট হয়। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া ১৩২ ভোট, বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন ১১৭ ভোট এবং ৫২ ভোট পেয়ে তৃতীয় হন মৌলভী মদন চিশতী। কিন্তু ভোটে প্রথম হওয়া জালালের ভাগ্যে জুটেনি মনোনয়ন। বর্তমান চেয়ারম্যান আবদুল মতিনকেই মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন ঘোষনার পরদিনই তার মনোনয়ন বিরোধীতায় রাস্তায় নামেন ইউনিয়নের মানুষ। প্রতিবাদ সমাবেশে মনোনয়ন পাওয়া আবদুল মতিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন বক্তারা। এতে বক্তব্য রাখেন ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক বাবুল মিয়া, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অহিদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব, ওয়ার্ড কৃষকলীগ সভাপতি তনু মুন্সী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তার হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম। বক্তারা বলেন,আবদুল মতিনের বাবা সমন্দর মিয়া মেম্বার ছিলেন স্বাধীনতা বিরোধী। কিন্তু তাকেই আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান হিসেবে বিগত সময়ে দায়িত্ব পালনে টাকা ছাড়া কোনো কাজই করেননি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে মদদ দেয়ার অভিযোগও করেন বক্তারা। তবে আবদুল মতিন এসব কিছু তার বিরুদ্ধে কুৎসা বলেই জানান সাংবাদিকদের। ২৮শে নভেম্বর বাঞ্ছারামপুরে ১১ ইউনিয়নে ভোট গ্রহন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status