বিশ্বজমিন

ইয়েমেন যুদ্ধ নিয়ে মন্তব্য: সৌদি আরব ও আমিরাতে লেবাননের রাষ্ট্রদূতকে তলব

মানবজমিন ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ১:০১ অপরাহ্ন

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোটের যুদ্ধ নিয়ে সমালোচনা করেছেন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি। এর প্রতিবাদ জানাতে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। অনলাইন আল জাজিরা এ খবর দিয়েছে। এতে বলা হয়, সোমবার মন্ত্রী কোরদাহির একটি সাক্ষাতকার প্রচারিত হয়। এতে তিনি ইয়েমেন যুদ্ধ নিয়ে বলেন, বাইরের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে বাড়ি, গ্রামের পর গ্রামে বোমা ফেলছে জোট বাহিনী। এমনকি দাফন অনুষ্ঠান ও বিয়ের অনুষ্ঠানেও তারা বোমা হামলা করছে। সাত বছরের ইয়েমেন যুদ্ধকে তিনি নিস্ফল বলে আখ্যায়িত করেন। বলেন, এখন এই যুদ্ধ বন্ধের সময়।
২০১৪ সালে শুরু হয় ইয়েমেনে গৃহযুদ্ধ। ওই সময় হুতিরা রাজধানী সানা’র দখল নেয়। পরের বছরে ক্ষমতাসীন সরকারের পক্ষে সেখানে হস্তক্ষেপ করে সৌদি আরব নেতৃত্বাধীন বাহিনী। এতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। এর বেশির ভাগই বেসামরিক। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। এই পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট বলেছে জাতিসংঘ।
বুধবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, কোরদাহির আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে একটি স্বারক লেবাননের রাষ্ট্রদূতের হাতে তুলে দেয়া হয়েছে। পাশাপশি এমন মন্তব্যকে অবমাননাকর বলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাতে আরো বলা হয়েছে, স্পষ্টতই এসব কথা সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের পক্ষে। এই গ্রুপটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।
এর অল্প পরেই সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাত কোরদাহির বিবৃতির নিন্দা জানায়। তারাও লেবাননের রাষ্ট্রদূততে তলব করে। আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম সরকারের বিবৃতি উল্লেখ করে বলেছে, কোরদাহির জঘন্য ও পক্ষপাতিত্বপূর্ণ মন্তব্য জোটে থাকা দেশগুলোর সদস্যদের বিরুদ্ধে অপমান। এর আগে উপসাগরীয় সহযোগিতা বিষয়ক কাউন্সিলের (জিসিসি) মহাসচিব কোরদাহির মন্তব্যকে অল্প জ্ঞানের প্রতিফলন বলে আখ্যায়িত করেন এবং বলেন, ঘটনার ভুল ব্যাখ্যা দিয়েছেন তিনি। লেবাননের মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে লেবাননের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে জিসিসির সদস্য কুয়েতও।
ওদিকে মঙ্গলবার লেবানন সরকার জানিয়েছে, কোরদাহির বিবৃতি প্রত্যাখ্যান করেছে তারা। ওই বক্তব্য সরকারের নয়। তাকে মন্ত্রীপরিষদে নিয়োগ দেয়ার আগে সেপ্টেম্বরে ওই সাক্ষাতকার নেয়া হয়। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর আশা করছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। কয়েক বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে লেবানের সম্পর্কে টান পড়েছে। কোরদাহি সুপরিচিত একজন টিভি উপস্থাপক। তিনি বুধবার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, তার ওই সাক্ষাতকার নেয়া হয়েছিল ৫ই আগস্ট। তখন তিনি মন্ত্রী হননি। ফলে যে বক্তব্য তিনি তখন দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মত। তার ভাষায়, আমি তো কারো বিরুদ্ধে অন্যায় করিনি। আমি তো কাউকে আক্রমণ করি নি। তাহলে কেন আমাকে ক্ষমা চাইতে হবে? আরবরা যে দুর্ভোগে ভুগছেন, মানুষ হিসেবে মানুষের প্রতি ভালবাসার অংশ হিসেবে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি।
কোরদাহি বলেছেন, তিনি সরকারের নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি পদত্যাগ করবেন না। তার ভাষায়, আমি আরব-আরব যুদ্ধের বিরোধী। আমাকে সৌদি আরবের প্রতি শত্রু হিসেবে অভিযুক্ত করাকে প্রত্যাখ্যান করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status