খেলা

দ্বিতীয় দিনের মতো ফুটবলার সংকটে অনুশীলন হয়নি জাতীয় দলের

স্পোর্টস রিপোর্টার

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৯:২০ অপরাহ্ন

আগের দিনের মতো ফুটবলার সংকটে গতকালও অনুশীলন হয়নি জাতীয় দলের। ক্যাম্পের শুরুর দিন যোগ দিয়েছিলেন পাঁচজন। গতকাল যোগদেন আরও তিনজন। যার ফলে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ফুটবলারের মধ্যে ক্যাম্পে উপস্থিত ছিল মাত্র ৮ জন। ৮ জন হওয়ায় বল নিয়ে মাঠে নামতে পারেননি মারিও লেমোস। সকাল-বিকাল শিষ্যদের নিয়ে জিমেই সময় কাটিয়েছেন এই পর্তুগিজ কোচ। দুইদিন মাঠে অনুশীলন না হওয়ায় কিছুটা হতাশ হলেও বাস্তবতা মেনে নিয়ে তিনি বলেন, ‘দুই সেশন মিস হলো। দুই সেশন এগিয়ে থাকা যেত। যাই হোক এখন সামনের সময়গুলো কাজে লাগাতে হবে।’ জাতীয় দলের ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, ‘অনেক খেলোয়াড় আজ (গতকাল) রাতে পৌঁছাবে। যাদের বাড়ি দূরে তারা রওনা হবে রাতে পৌঁছাবে। আগামীকাল (আজ) থেকে অনুশীলন শুরু করা যাবে বলে আশা করি।’ ৮ই নভেম্বর থেকে শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্ট শুরু হবে। ৫ই নভেম্বর দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। এখনো পূর্ণাঙ্গভাবে ক্যাম্প শুরু করতে পারেনি বাংলাদেশ।  জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় যারা বিশেষত বসুন্ধরা কিংসে আগামী মৌসুমে খেলবেন তারা ক্লাবের অনুমতির কথা বলছেন ক্যাম্পে যোগদানের বিষয়ে। তবে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের বক্তব্য এই মুহূর্তে তাদের ক্যাম্প নেই খেলোয়াড়রা নিজ নিজ ব্যবস্থাপনায়। ফুটবলাররা মূলত ক্লান্ত। এ কারণেই তারা ক্যাম্পে যোগদিতে দেরি করছে। শুধু রিপোর্টিংয়ে নয়, শ্রীলঙ্কা সিরিজে গুরুত্বপূর্ণ তিন ফুটবলার সোহেল রানা, মতিন মিয়া, বিশ্বনাথ ঘোষকে পাচ্ছেন না  লেমোস। এ বিষয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, ‘দুজন ফুটবলার পারিবারিক কারণে ক্যাম্পে আসবে না। সেটা তারা ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আরেকজন ফুটবলার (সোহেল রানা) ক্যাম্পে রিপোর্টিং না করলেও ক্যাম্পে এসে তার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status