খেলা

বরুণের মতো স্পিনার পাকিস্তানের অলিগলিতে পাওয়া যায়: সালমান বাট

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৯:২০ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) দারুণ ছন্দে ছিলেন বরুণ চক্রবর্তী। স্পিন ঘূর্ণিতে বাঘা বাঘা সব ব্যাটারেরর উইকেট শিকার করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই লেগ স্পিনার। ফর্মে থাকায় জায়গা পেয়ে যান ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে। তবে পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পাননি এই মিস্ট্রি স্পিনার। ৪ ওভার হাত ঘুরিয়ে বিনা উইকেটে খরচ করেন ৩৩ রান। আর তাতেই বরুণকে তুচ্ছজ্ঞান করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। তিনি বলেন, পাকিস্তানের অলিগলিতে বরুণের মতো বোলার পাওয়া যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। ১০ উইকেটে ভারতকে হারিয়ে রীতিমতো ইতিহাস রচনা করেছে পাকিস্তান। সালমান বলেন, ‘বরুণ চক্রবর্তীর মতো স্পিনার পাকিস্তানের কাছে কোনো সারপ্রাইজ ছিল না। অন্য কোনো দলের কাছে সারপ্রাইজ হলে সেটা আলাদা ব্যাপার। তবে পাকিস্তানে অলিগলিতে বরুণ চক্রবর্তীর মতো বোলার পাওয়া যায়। আমাদের দেশে অলিগলিতে বাচ্চারা ফিঙ্গার ট্রিকস ব্যবহার করে বোলিং করে। এটা কোনো নতুন ব্যাপার নয়।’
তিনি আরও বলেন, ‘বল ভ্যারিয়েশন তো বড় কোনো ব্যাপার নয়। আমাদের দেশের অলিগলিতে বোলাররা আলাদা আলাদা ভ্যারিয়েশন করে। আইপিএলে বরুণ যেভাবে কার্যকরী হয়েছে সেটা পাকিস্তানের বিরুদ্ধে হওয়া সম্ভব ছিল না। হয়ওনি।’ সময়ে সময়ে পাকিস্তানের জার্সিতে বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছেন সাঈদ আজমল, দানিশ কানেরিয়া, শহিদ আফ্রিদি ও সাকলাইন মুশতাকদের মতো দারুণ সব স্পিনাররা। সেই সুবাদে পাকিস্তান দলের প্রতিটি জেনারেশনের ব্যাটাররা স্পিন মোকাবেলায় দক্ষ। সালমান বলেন, ‘অজন্তা মেন্ডিসের মতো বোলারাও পাকিস্তানের ব্যাটারদের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি। আসলে আমরা স্পিন বৈচিত্রতা দেখেই বড় হয়েছি। বরুণ যে ভ্যারিয়েশন ব্যবহার করে সেগুলো অনেক দেখা যায়। খুবই সাধারণ সে। বরুণ নিজে পাকিস্তান ম্যাচের ভিডিও দেখুক। ও বুঝতে পারবে, পাকিস্তানের ব্যাটাররা ওকে কতটা সহজে খেলেছে!’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status