খেলা

উপস্থাপকের কাছে অপমানিত হয়ে ‘টকশো’ ত্যাগ শোয়েব আখতারের

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৯:১৮ অপরাহ্ন

ঘটনা মঙ্গলবার রাতের, পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের পর পিটিভি স্পোর্টসের লাইভ টকশোতে উপস্থিত হন শোয়েব আখতার, কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটার ভিভ রিচার্ডস, সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড গাওয়ার, সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ, সাবেক অধিনায়ক রশিদ লতিফ, পেসার উমরগুলসহ অনেকেই। সেই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ড. নোমান নিয়াজ। তার সঙ্গে বিরোধের জেরেই অনুষ্ঠান ত্যাগ করেন শোয়েব।
কিউইদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন হারিস রউফ। ২২ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। অনুমিতভাবেই শোয়েবের মুখে হারিসের প্রশংসা শোনা যায়। কিন্তু উপস্থাপক নিয়াজ শোয়েবের আলোচনা উপেক্ষা করে মাঝপথে শাহিন শাহ আফ্রিদিকে টেনে আনেন। বিষয়টি ভালো লাগেনি শোয়েব আখতারের। আলোচনায় আবারও তিনি হারিসের প্রসঙ্গ তোলার চেষ্টা করেন। জানান, তিনি আফ্রিদির কথা বলছেন না, বলছেন হারিস রউফের কথা। এসময় উপস্থাপক নিয়াজ বলে ওঠেন, ‘আপনি ওভারস্মার্ট এবং অভদ্রের মতো আচরণ করছেন। আপনার উচিত এই অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়া’। অনুষ্ঠানের একপর্যায়ে তার সঙ্গে এমন আচরণের জন্য উপস্থাপক নিয়াজকে দুঃখ প্রকাশের আহ্বান জানান শোয়েব। কিন্তু সাবেক পাকিস্তানি পেসারকে পাত্তা দেননি নিয়াজ। শোয়েবও ব্যাপারটা আর নিতে পারেননি। সবার কাছে ক্ষমা চেয়ে অনুষ্ঠান ত্যাগ করেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status