দেশ বিদেশ

চসিক বলছে ফাটল, সিডিএ বলছে এমন কিছু নয়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৯:০৩ অপরাহ্ন

দুইদিন ধরে ফাটল আতঙ্কে থাকা চট্টগ্রাম নগরের এম এ মান্নান ফ্লাইওভার নিয়ে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কথা বলা হচ্ছে। সিটি করপোরেশন থেকে বলা হয়, নির্মাণ ত্রুটির কারণে ফাটল ধরেছে। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, বাইরে থেকে দেখতে ফাটলের মতো মনে হলেও এটা তেমন কিছু নয়। মূলত এটি আন ফিনিশিং জয়েন্ট, ফাটল নয়। এনিয়ে গতকাল সকালে পরিদর্শন শেষে দুপুরে সিডিএর সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড কনসাইনমেন্টের (ডিপিএম) ডিরেক্টর মো. শাহজাহান। তিনি বলেন, ‘বাইরে থেকে দেখতে ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটলের মতো যেটি দেখা যাচ্ছে, কিন্তু সেটি ফাটল নয়। এটি মূলত আন ফিনিশিং জয়েন্ট। পিলার নির্মাণের সময় ধাপে ধাপে তৈরি করা হয়। একটি ধাপের কাজ শেষ করে অপর একটি ধাপের সংযোগস্থলে কিছুটা কংক্রিট ও প্লাস্টার বের হয়ে আছে। যেটাকে বাইরে থেকে ফাটলের মতো মনে হচ্ছে। এর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন,“যেই বিষয়কে আমরা ফাটল বলছি সেটি আসলে ফাটল নয়। এটি একটি ফলস কাস্টিং। কলাম যখন একটা লিফট থেকে আরেকটা লিফটে ঢালাই হয়, তখন কিছু ফলস কাস্টিং বের হয়ে যায়। আর এটি সেই ফলস কাস্টিংয়েরই একটা ক্র্যাক দেখা গেছে। কলামে কোনো সমস্যা নেই।
তবে গত মঙ্গলবার দুপুরে ফ্লাইওভার পরিদর্শন করে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছিলেন, নির্মাণ ত্রুটির কারণে এই ফাটল হয়েছে। এখন যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেসময় চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামও একই কথা বলেন, ওভারলোডের গাড়ি চলাচলের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কিছু কিছু ত্রুটি তো অবশ্যই আছে। নয়তো ফাটল দেখা দিতো না। উল্লেখ্য, গত সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এম এ মান্নান ফ্লাইওভারের দুটি পিলারে ফাটলের দৃশ্য ভাইরাল হয়। পরে চসিক ও সিএমপি’র ট্রাফিক বিভাগ এই ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status