বাংলারজমিন

নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা, মামলা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৯:০২ অপরাহ্ন

নোয়াখালীতে গতকাল দুপুরে ব্যবসায়ীর কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবিসহ খুন জখমের অভিযোগে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার সেনবাগ থানার সেবারহাট খাদ্য ভাণ্ডারে। আদালত সূত্র ও এলাকাবাসী জানায়, মোহাম্মদপুর ইউপির রাজারামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. আবুল খায়ের এমএসসি বাদী হয়ে ৯ জনকে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজি সন্ত্রাস ও হত্যার হুমকি-ধমকির অভিযোগে মামলা করেন। মেসার্স সেবারহাট খাদ্য ভাণ্ডার ইউনিট-২ এর কর্নধার আবুল খায়ের (৫৩) মামলার আর্জিতে জানান, আসামি সাইফুল ইসলাম সৌরভ (২৭), মো. সাইফুল ইসলাম সৈকত (৩০) ও আবুল কালাম (৫৬) এর  নেতৃত্বে বেআইনিভাবে সাঙ্গপাঙ্গ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানে তালা মেরে উচ্ছেদসহ অগ্নিসংযোগ করে গুম ও খুনের হুমকি দেয়।
এ সময় তারা কল্যাণদী গ্রামের মৃত তবু মিয়ার পুত্র আবুল কালাম (৬৫), উত্তর রাজারামপুর গ্রামের মৃত ফাজিল মিয়ার পুত্র আবুল কাশেম (৭০), মোহাম্মদপুর গ্রামের আবুল হাশেম মেম্বারের পুত্র ইব্রাহিম খলিল (৪৫) ও গোবিন্দপুর গ্রামের মৃত বজলাল দাসের পুত্র দোকান কর্মচারী দুলাল চন্দ্র দাস (৪৫)কে মারধর করে। এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম বাজার কমিটির সভাপতি আবুল বাহার ও সেক্রেটারি আনোয়ার হোসেন আনু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের ঘটনার নিন্দা জানানোর ভাষা ব্যবসায়ীদের নেই। ব্যবসায়ী নেতারা এই জঘন্য ঘটনার বিচার দাবি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status