দেশ বিদেশ

সরজমিন পাটুরিয়া ঘাট

নিমিষেই ডুবে গেল ফেরিটি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৮:৫৯ অপরাহ্ন

গতকাল সকাল সোয়া নয়টার দিকে আমানত শাহ নামের বড় রো রো ফেরি পাটুরিয়া ঘাটে ডুবে যায়। প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেরিটি  সতেরোটি পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও আট/দশটি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ঘাটে আসছিল। তবে ফেরিতে কোনো যাত্রী ছিল না। সকাল পৌনে দশটার দিকে ফেরিটি পাটুরিয়া ৫ নং ফেরিঘাটে নোঙ্গর করে এবং পন্টুনের একটি পকেট খোলা হলে ফেরিটি কাত হতে থাকে। এ অবস্থায় ৩-৪টি ট্রাক ফেরি থেকে নেমে আসার পরপরই ফেরিটি আস্তে আস্তে কাত হয়ে তলিয়ে যায়। নিমিষের মধ্যে ফেরিতে থাকা ট্রাক, বড় বড় কাভার্ড ভ্যান ও আট/দশটি মোটরসাইকেল বিকট শব্দে একটির উপর আরেকটি দুমড়ে মুচড়ে পদ্মা নদীতে পড়ে যায়। ৪০০ টন ওজনের ফেরিটিও কাত হয়ে নদীতে ডুবে যায়। ফেরিটি ডুবে যাওয়ার পর পরই উদ্ধার তৎপরতায় নামেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মানিকগঞ্জ ও ঢাকা থেকে মোট ৫টি ইউনিটের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতায় নামে। এরপর পৌনে ১২টায় উদ্ধার তৎপরতায় যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। হামজাও শুধুমাত্র পানি থেকে বিকাল নাগাদ ৮টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়। ফরিদপুরের পিন্টু মিয়া বলেন, চোখের সামনে মৃত্যু দেখেছি। দৌলতদিয়া থেকে ফেরিতে মোটরসাইকেল উঠিয়ে স্ট্যান্ডে রাখি। পাটুরিয়া ৫ নং ফেরিঘাটে যখন আমাদের ফেরিটি নোঙ্গর করে তখন কয়েকটি ট্রাক নামতে ছিল। এমন সময় হঠাৎ ফেরিটি কাত হয়ে নদীতে ডুবতে থাকে। এ সময় আমার মোটরসাইকেলসহ আরও ৮-১০টি মোটরসাইকেল এবং অনেকগুলো পণ্যবাহী ট্রাক ও বড় বড় কাভার্ড ভ্যান গড়িয়ে নদীতে পড়ে যায়। আমরা কয়েকজন মোটরসাইকেল আরোহী পানিতে পড়ে যাই। নদীতে স্রোত থাকায় সাঁতার কাটতে গিয়ে পারছিলাম না। পরে দেখি কারা যেন একটি রশি আমাদের দিকে ছুড়ে দিয়েছে। সেই রশির সাহায্যেই পাড়ে উঠি। এদিকে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটির ওজন ৪০০ টন হলেও সেটা উদ্ধারে দিনভর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। দুপুরের দিকে জাহাজটি পানিতে নিমজ্জিত ৮টি ট্রাক উদ্ধার করতে পারলেও সারাদিন ফেরি উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়েছে। ফেরির ভেতর কোনো মানুষ আছে কিনা সে জন্য দুপুর থেকে ফায়ার সার্ভিসের ৫টি টিম এবং নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে চেষ্টা চালিয়ে গেলেও সন্ধ্যা নাগাদ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতায় তেমন কোনো অগ্রগতি না থাকায় নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ফেরি ডুবির ঘটনায় কোনো ত্রুটি ছিল কিনা সে ব্যাপারে এডিএমকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান  বলেন, ডুবে যাওয়া ওই ফেরিতে ১৭টি ট্রাক এবং ৫/৬টি মোটরসাইকেলও ছিল।
জেলা প্রশাসক আব্দুল লতিফ মানবজমিনকে বলেন, ডুবে যাওয়া ফেরি এবং ট্রাকগুলো উদ্ধারে কাজ চলছে। ইতিমধ্যে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রওনা হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিপুমনি শর্মা বলেন, আমরা ঢাকার ডুবুরি টিম নিয়ে এসেছি। ঘাটে ফেরি থেকে পড়ে যাওয়া কয়েকটি কাভার্ড ভ্যান নদীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে কোনো জীবিত কিংবা মৃত মানুষ আছে কিনা তা অনুসন্ধান করছি। এদিকে ফেরি ডুবির ঘটনায় দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাবেক নৌ-মন্ত্রী শাহজাহান খান। এসময় তিনি বলেন, ফেরি ডুবির ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি কিংবা কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে। যদি কেউ দায়ী থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status