বাংলারজমিন
গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, মহাসড়কে দীর্ঘ যানজট
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২০২১-১০-২৮
গাজীপুরে দু’মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সড়ক অবরোধ করে। এতে করে দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের সলনা এলাকায় অবস্থিত শ্যামলী গার্মেন্টস কারখানার শ্রমিকরা তাদের গত মাসের বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। দুপুর ৩টার দিকে শ্রমিকরা সড়কে নেমে আসলে শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিপুলসংখ্যক পুলিশ নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এরপরও বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করায় দুদিকে আটকা পড়ে শত শত যানবাহন। যাত্রীরা বাধ্য হয়ে দীর্ঘপথ পাড়ি দেন পায়ে হেঁটে। শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল মোতালেব জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কারখানার শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।