বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৫ই জানুয়ারি

স্টাফ রিপোর্টার

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৭:৫৯ অপরাহ্ন

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৫ই জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানই থাকছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের অফিসিয়াল ফেসবুক থেকে এতথ্য জানানো হয়। বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্‌, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে চলচ্চিত্র উৎসবে কোন্‌ কোন্‌ দেশের কতোগুলো চলচ্চিত্র এবার স্থান পাচ্ছে, কারা থাকছেন বিচারক- সবকিছু ধীরে ধীরে জানানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিকে, ৩০শে সেপ্টেম্বর ছিল সিনেমা জমা নেয়ার শেষ সময়। উৎসবের অফিসিয়াল সূত্রে জানা যায়, সিনেমা জমা নেয়া শেষ। এখন সিনেমাগুলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া এবারের উৎসবের সিনেমাগুলো জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল এবং বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status