বিনোদন
নতুন নাটকে ইমু
স্টাফ রিপোর্টার
২০২১-১০-২৮
নতুন একটি খণ্ড নাটক নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের অভিনেত্রী ইমু শিকদার। নাটকের নাম ‘মেট্রো ট্রেন কোচিং সেন্টার’। নাটকটি পরিচালনা করেছেন নয়ন বাবু। ইমু ছাড়াও নাটকে অভিনয় করেছেন জামিল হোসেন, নয়ন বাবু প্রমুখ। সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে নাটকটি প্রকাশ হবে। ইমু শিকদার বলেন, বেশ ভিন্ন ধরনের গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ হয়েছে। আমার চরিত্রটিও চমৎকার। অভিনয়ের জায়গা ছিল। আশা করছি ভালো লাগবে দর্শকদের।