বাংলারজমিন

২২০ পদের চায়ের দোকান ঘিরে মাদকসেবীদের আড্ডা, ১৪ অবৈধ মোটরসাইকেল আটক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৭ অক্টোবর ২০২১, বুধবার, ১০:২৫ পূর্বাহ্ন

অবশেষে পুলিশ হানা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে এক চায়ের দোকান ঘিরে চলতে থাকা মাদকসেবীদের জমজমাট আসরে। মঙ্গলবার রাতে ২১০ পদের চা দোকানি আশিক মিয়ার চায়ের দোকান ঘিরে ভিড় লেগে থাকা মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করে ১৪টি মোটরসাইকেল আটক করে সরাইল থানা পুলিশ। পুলিশ জানায়- ওই চা দোকান ঘিরে সরাইল উপজেলায় অবসর বিনোদনের এক নতুন মাত্রা যোগ হলেও সেখানে ব্রাহ্মণবাড়িয়া এবং আশপাশের এলাকা থেকে মাদকসেবীরা ভিড় করছে বলে অভিযোগ ছিলো তাদের কাছে। দোকানটিতে নেশাসক্তদের জন্যে বিশেষভাবে তৈরী করা চা সরবরাহ করা হতো। বিশেষ করে বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন এলাকা থেকে বাহারি মোটরসাইকেল, মাইক্রো ও প্রাইভেট কারে করে চা পান করতে আসা লোকজনদের ভিড় খুব বেশি থাকে। এসব মোটরসাইকেলের বেশির ভাগের কাগজপত্র থাকে না। অবাঞ্ছিত লোকজন এখানে আসে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। সরাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) সেহাবুর রহমানের নেতৃত্বে থানার কয়েকজন এসআই, এএসআইসহ একদল পুলিশ চা স্টলের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনদের মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করে। এসময় কাগজপত্র না থাকায় মোট ১৪টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় বলে জানায় পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসাইন জানান, এলাকাটিতে তাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status