ভারত

প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের সওয়ালের পরেও আরিয়ানের জামিন হয়নি, আজ ফের শুনানি

বিশেষ সংবাদদাতা   

২৭ অক্টোবর ২০২১, বুধবার, ৯:৪৫ পূর্বাহ্ন

প্রাক্তন অ্যাটর্নি জেনারেল  মুকুল রোহতগির জোরালো সওয়ালের পরেও জামিন অধরা থাকলো মাদক মামলায় অভিযুক্ত শাহরুখ পুত্র আরিয়ান খানের।  আজ ফের শুনানি হবে বোম্বে হাইকোর্টে। মুকুল রোহতগি সওয়ালে বলেন, নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর কাছে এমন কোনো প্রমাণ নেই যে, আরিয়ান মাদক গ্রহণ করেছে। তার বন্ধু আরবাজ  মার্চেন্ট-এর  জুতোয় ৬ গ্রাম চরস পাওয়ার অর্থ এই নয় যে, শাহরুখ পুত্র ওই মাদক ব্যবহার করেছে। অনাবশ্যকভাবে ২৩ বছরের ছেলেটিকে জেলে আটকে রাখা হয়েছে। আরিয়ানের বান্ধবী ২৮ বছর বয়স্ক মুম্বইয়ের মডেল মুনমুন ধামেচাকে যখন গ্রেফতার করা হয় তখন সে তার কেবিনে। তার কাছে যদি মাদক পাওয়া যায় তার অর্থ এই হয় না যে, সেই মাদক শাহরুখ পুত্র নিয়েছে। পুরো বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে। প্রভাকর সাইল নামে এক ব্যক্তি এনসিবি অফিসারদের কথোপকথন শোনার যে বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার উল্লেখ করে মুকুল রোহতগি বলেন, ২৫ কোটি টাকার বখরার জন্যই আরিয়ানকে আটকে রাখা হয়েছে। এদিন আরবাজ এবং মুনমুনের আইনজীবীরাও সওয়াল করেন। আজ এই মামলার  শুনানির পর জানা যাবে আরিয়ান জামিন পেলেন কি-না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status