কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কলকাতায় বাড়ছে ডেঙ্গু-ম্যালেরিয়া, রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৭ অক্টোবর ২০২১, বুধবার, ৯:১৯ পূর্বাহ্ন

প্রবাদে বলে, একা রামে রক্ষা নেই, সুগ্রীব তার দোসর। কলকাতার যেন সেই অবস্থা। এক করোনাতে জেরবার মহানগরী। তারপর আবার দেখা দিয়েছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মত রোগ। পুরসভায় জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। দেখা গেছে, ই এম বাইপাস সংলগ্ন জায়গাগুলিতে ডেঙ্গু, ম্যালেরিয়া ছড়াচ্ছে বেশি। তাই, মশারি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ২০ হাজার মশারি তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের হাতে বিতরণের জন্য।
অন্যদিকে করোনা সংক্রমণ প্রায় হাজারের ঘর ছুঁইছুই। সোমবার সংক্রমিতের সংখ্যা ছিল ৮০৫, মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ৮০৬। ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১৫। কলকাতাতেই প্রতিদিন আক্রান্ত হচ্ছে ২০০-২৫০ জন। উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার রাজ্যকে চরম সতর্ক হওয়ার বিষয়ে চিঠি পাঠিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ চিঠিতে লিখেছেন, পুজোর সময় করোনা বিধি শিকেয় তুলে রাখার ফল ফলছে। এখনই ব্যবস্থা না নিলে সমূহ বিপদ। এদিকে রাজপুর-সোনারপুর পুরসভা করোনা ঠেকাতে তিন দিনের লকডাউন ঘোষণা করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status