দেশ বিদেশ

২২ সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার

২৭ অক্টোবর ২০২১, বুধবার, ৯:১৪ অপরাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবার ২২টি ক্যাটাগরিতে ২২ জন সদস্যকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছে। গতকাল কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ পঁচাত্তর হাজার টাকা মূল্যমানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে। পরে ড. শিরীন শারমিন চৌধুরী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক ও নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড উপ-কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সোহেল।  অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য ও টিভি টুডের এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল, নিউ নেশনের এডিটর ইনচার্জ মোস্তফা কামাল মজুমদার, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এবারের বিজয়ীরা হলেন-(প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে) মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে দৈনিক সমকালের আবু সালেহ রনি, শিক্ষায় (রাষ্ট্রপতির সৌজন্যে) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর আব্বাস উদ্দিন নয়ন, অপরাধ ও আইনশৃঙ্খলায় ডেইলি স্টারের একেএম রাশিদুল হাসান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিতে দৈনিক প্রথম আলোর আসাদুজ্জামান (ওবায়েদ অংশুমান), রাজনীতি, প্রশাসন, বিচার, সংসদ ও নির্বাচন কমিশনে দৈনিক আমাদের সময়ের মো. কবির হোসেন, ক্রীড়ায় ঢাকা পোস্টের মো. জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের), স্বাস্থ্য বিষয়ে দৈনিক প্রথম আলোর রোজিনা ইসলাম, সেবাখাতে বাংলা ট্রিবিউনের মো. শাহেদুল ইসলাম (শাহেদ শফিক), কৃষি ও পরিবেশে দৈনিক যুগান্তরের এসএএম হামিদ-উজ-জামান (হামিদ-উজ-জামান), অর্থনীতিতে দৈনিক কালের কণ্ঠের জিয়াদুল ইসলাম, আর্থিক খাতে (ব্যাংক, বীমা ও পুঁজিবাজার) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জেবুন নেসা আলো, নারী, শিশু ও মানবাধিকারে দৈনিক প্রথম আলোর নাজনীন আখতার, বৈদেশিক সম্পর্কে (কূটনীতি ও জনশক্তি) দৈনিক সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ। টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে: অর্থনীতিতে যমুনা টিভির সুশান্ত সিনহা, আর্থিক খাতে (ব্যাংক, বীমা ও পুঁজিবাজার) একাত্তর টেলিভিশনের কাবেরী মৈত্রেয়, অপরাধ ও আইনশৃঙ্খলায় মাছরাঙা টেলিভিশনের মো. মাজহারুল ইসলাম, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিতে নাগরিক টিভির শাজনাজ শারমিন, নারী, শিশু ও মানবাধিকারে মাছরাঙা টেলিভিশনের কাওসার সোহেলী, ক্রীড়ায় চ্যানেল-২৪ এর সাদমান সাকিব, স্বাস্থ্যখাতে যমুনা টিভির আবু সালেহ মো. পারভেজ সাজ্জাদ (সাজ্জাদ পারভেজ), সেবাখাতে এনটিভির শফিক শাহীন, সুশাসন ও দুর্নীতিতে (অনুসন্ধানী) একাত্তর টেলিভিশনের মো. আদনান খান (নয়ন আদিত্য)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status