দেশ বিদেশ

কুমিল্লার ঘটনায় ইন্ধনদাতারা সবার পরিচিত, শিগগিরই নাম প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

২৭ অক্টোবর ২০২১, বুধবার, ৮:৫৪ অপরাহ্ন

কুমিল্লায় কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে পূজামণ্ডপ এবং হিন্দু সমপ্রদায়ের ওপর হামলার চক্রান্তকারী ও ইন্ধনদাতারা সবার পরিচিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনার পর থেকেই বলে এসেছি যে, এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে। হিন্দু সমপ্রদায়ের কোনো লোক এ কাজ করতে পারে না। নোয়াখালীতে হামলার ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছেন এবং অনেকে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে যেসব নাম এসেছে তাদের প্রায় সবাইকে আপনারা চেনেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, কুমিল্লার ঘটনায়ও সেরকম নাম আসছে আর রংপুরেও একই। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে আপনাদের সামনে নাম প্রকাশ করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে বিএনপি-জামায়াত আছে কিনা সেটা এখনই বলতে চাচ্ছি না। আমরা নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই। গ্রেপ্তারদের জবানবন্দি নেয়া হচ্ছে, শিগগিরই সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে। চাঁদপুর ও রংপুরের সহিংসতায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নামও এসেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখা হয়, এখানে রাজনৈতিক পরিচয় নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরে কামাল বলেন, তিনি বলে গেছেন এদেশ সবার, এদেশে ধর্ম নিয়ে বৈষম্য হবে না। এদেশ হবে ধর্মনিরপেক্ষ। আমরা সে আদর্শই ধারণ করে চলেছি। আমি দেখেছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যার যার ধর্ম পালন করে আসছেন। পূজামণ্ডপে কে বা কারা কোরআন শরীফ রেখে দিয়ে সহিংস ঘটনার মাধ্যমে একটা বিব্রতকর এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে, কোরআন শরীফ রেখে দিয়েছে, কোনো এক জায়গা থেকে এসেছে। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমাদের পুলিশের সকল পর্যায়ের টিম সেখানে পাঠিয়েছিলাম, যাতে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন হয়। নোয়াখালীর ঘটনার বর্ণনা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ধারণা ছিল জুমার নামাজের পর অসুবিধা হতে পারে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের বলেছিলাম তার আগেই প্রতিমা বিসর্জন দেয়ার জন্য এবং তারা তা করেছেন। আমাদের নামাজও ঠিকভাবে শেষ হলো। কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে, এক পক্ষ পুলিশের সামনে হৈ-হল্লা শুরু করলো। আরেকপক্ষ পুলিশকে ব্যস্ত রেখে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করলো। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেখানে বেশকিছু ভাঙচুর হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ওই সময় পুকুরে ঝাঁপ দেয়ায় একজন মারা গেছেন। দেশকে অস্থিতিশীল করতে সহিংসতার মাধ্যমে একটি মহল সুপরিকল্পিতভাবে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট করেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে মাল্টি ইন্টারেস্ট কাজ করে। মাদক ছাড়াও ১১ লাখ রোহিঙ্গা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাছাড়া যারা তাদেরকে (রোহিঙ্গা) জোর করে এদেশে পাঠিয়েছে, তাদেরও ইন্ধন থাকতে পারে। রোহিঙ্গা ক্যাম্পের চারদিকে বেড়া তৈরির কাজ শেষ পর্যায়ে এবং বেড়া তৈরি শেষ হলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল। জাতীয় পরিচয়পত্র নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়কে কিছু আইন স্পষ্টকরণ করতে বলা হয়েছে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পরিচয়পত্রের কাজ শুরু করতে দেরি হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status