দেশ বিদেশ

৪৬২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করলো আরইবি

স্টাফ রিপোর্টার

২৭ অক্টোবর ২০২১, বুধবার, ৮:৩৪ অপরাহ্ন

দেশের ৪৬২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি। এতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ তথা প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০২১’ মধ্যম আয়ের দেশ এবং ‘রূপকল্প-২০৪১’ উন্নত সমৃদ্ধ দেশ বিনির্মাণের লক্ষ্যে ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আরইবি। তারই ধারাবাহিকতায় আরইবি’র বর্তমান গ্রাহক সংখ্যা ৩ কোটি ২০ লাখ অতিক্রম করেছে। একইসঙ্গে প্রায় ১৩ কোটি মানুষ এই সংস্থার বিদ্যুৎ সেবা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২৮৮টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নে শুভ উদ্বোধন করেছেন। অবশিষ্ট ১৭৪টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলে জানায় আরইবি। সংস্থাটি আরও জানায়, ইতিমধ্যে দেশের সর্ব-দক্ষিণে অবস্থিত সমুদ্র তীরবর্তী অফগ্রিড রাঙ্গাবালি উপজেলাসহ ১০৫৯টি গ্রাম শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর কালজয়ী উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচির সফল বাস্তবায়ন হবে বলে জানায় আরইবি। আরইবি সম্প্রতি ‘বার্ষিক প্রতিবেদন-২০২০-২০২১’ প্রকাশ করেছে। যেখানে মুজিববর্ষে উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের সাফল্যগাঁথাসহ ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকা-ের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status