দেশ বিদেশ

এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক কোচের তত্ত্বাবধানে স্কোয়াশ প্রশিক্ষণ

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৪:৩৫ অপরাহ্ন

বাংলাদেশের তরুণদের মাঝে স্পোর্টস হিসেবে “স্কোয়াশ” বেশ জনপ্রিয়তা পেয়েছে। যদিও স্কোয়াশ বাংলাদেশে অনেকটাই নবাগত। তবে এই স্পোর্টসের বিষয়ে তরুণদের আগ্রহ দিন দিন বাড়ছে। ফলে দেশের জনপ্রিয় ক্লাব সমূহ এই স্পোর্টস ইভেন্টি নিয়মিত আয়োজন করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফলভাবে “বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল স্কোয়াশ টুর্নামেন্ট ২০২১” আয়োজন করে।

তারই ধারাবাহিকতার অংশ হিসেবে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে স্কোয়াশ সংশ্লিষ্ট খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো একজন স্বনামধন্য ও অভিজ্ঞ ইরানি কোচ চট্টগ্রামের স্কোয়াশ খেলোয়াড়দেরকে আগামী সাতদিন প্রশিক্ষণ প্রদান করবেন।উক্ত প্রশিক্ষণে বিকেএসপির খেলোয়াড়রাও অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ শেষে লেভেল ওয়ান সার্টিফিকেট প্রদান করা হবে।

প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে চট্রগ্রাম ক্লাবের স্কোয়াশ কোর্টে। এরই মধ্যে চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ আয়োজক কর্তৃপক্ষ যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছেন।প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন ও ইমতিয়াজ হাবিব(রনি), মেম্বার ইনচার্জ (স্কোয়াশ), চট্রগ্রাম ক্লাব লিঃ, সাজ্জাদ আরেফিন আলম, এমডি এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইউচুফ মুনচুর, জেনারেল কমিটি মেম্বার, বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন।এ বিষয়ে এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বলেন “একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়ররা তাদের দক্ষতা বাড়াতে পারবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই সুপ্রশিক্ষিত খেলোয়াড়ররা বিদেশের মাটিতেও বাংলাদেশের সম্মানকে আরও উপরে তুলে ধরতে পারবে”।

উল্লেখ, এই পুরো প্রোগ্রামটির বেভারেজ পার্টনার হিসেবে আছে মুসকান ড্রিংকিং ওয়াটার।

বিজ্ঞপ্তি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status