খেলা

টাইগারদের স্পিন নির্ভরতার সমালোচনায় মিসবাহ-ওয়াসিম

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১২:৩৮ অপরাহ্ন

‘ঢাকার উইকেটের মতোই শারজাহ। আশা করি ম্যাচে এসব আমাদের সহায়তা করবে।’- সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে কথাগুলো বলেছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। মিরপুর-শারজাহর মিল খুঁজতে গিয়ে হয়তো ম্যাচে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও ব্যবহার করেছেন মোট ৫জন স্পিনার। যার ফল দৃশ্যমান, ১৭২ রানের বড় টার্গেট দিয়েও হার দিয়ে বিশ্বকাপ শুরু করতে হয়েছে বাংলাদেশের। টাইগার স্পিনারদের হাসিখুশি খেলে ৫ উইকেটের জয় পায় লঙ্কানরা। বাংলাদেশের স্পিন প্রবণতার সমালোচনা করেছেন পাকিস্তানের দুই সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে বেশ আত্মবিশ্বাস যুগিয়েছিল বাংলাদেশ। মিরপুরে টাইগারদের প্রধান অস্ত্রই ছিল স্পিন। স্লো এবং টার্নিং উইকেটে অজি এবং কিউইদের নাকানিচুবানি খাইয়েছে বাংলাদেশ। পুরো সিরিজের প্রায় প্রতিটি ম্যাচেই দুই পেসারের সঙ্গে তিনজন স্পিনার খেলিয়েছে বাংলাদেশ। আরব আমিরাতের অন্যান্য ভেন্যুর উইকেটের তুলনায় শারজাহর উইকেটে রান খানিকটা কম হয়। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ৫ স্পিনার খেলিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের এ স্পোর্টসে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে বিশ্লেষণ করতে গিয়ে মিসবাহ বলেন, ‘সংযুক্ত আরব আামিরাতে ৩ ভেন্যুর যেখানেই খেলেন না কেনো আপনাকে অন্তত ৩ জন পেসার খেলাতে হবে। হ্যাঁ, স্পিনার খেলবে, মাঝে কিছু ওভার করবে। এটা বাংলাদেশ না যে আপনি শুরুতে, শেষে সবসময় স্পিন দিয়ে কাজ চালাবেন। শেষের দিকে স্পিনার বল করলে মার খেতে হবে।’
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘তাদের মানসিকতাই এমন হয়ে গেছে বাংলাদেশে খেলে খেলে। ওখানে বিশাল টার্নিং উইকেট বানিয়ে দেয়। যেকোনো ফরম্যাটই হোক না কেন, তাদের ভরসা স্পিনেই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status