খেলা

ম্যারাডোনা কাপে লড়বে বার্সেলোনা-বোকা জুনিয়র্স

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১২:৩৬ অপরাহ্ন

২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন দিয়েগো ম্যারাডোনা। প্রয়াত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির স্মরণে প্রতিবছরই অনুষ্ঠিত হবে ‘ম্যারাডোনা কাপ’। আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো অনুর্ষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। আর প্রথম আসরে মুখোমুখি হবে ম্যারাডোনার দুই ক্লাব বার্সেলোনা ও বোকা জুনিয়র্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ।
বার্সার বিবৃতিতে বলা হয়, ‘প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সম্মানে এবং তার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ১৪ই ডিসেম্বর এফসি বার্সেলোনা এবং ক্লাব অ্যাটলেটিকো বোকা জুনিয়র্স ‘ম্যারাডোনা কাপ’-এ মুখোমুখি হবে।’ বোকা জুনিয়র্স ক্লাব কর্তৃপক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে, মার্সোল পার্ক স্টেডিয়ামে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব এন্টারটেইনমেন্টের সভাপতি তৃর্কি আল শেখ আবার স্প্যানিশ লীগের সেগুন্দা (দ্বিতীয় সারি) বিভাগের ক্লাব আলমেরিয়ার মালিক। তার চেষ্টাতেই মূলত ম্যাচটি রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে।
আর্জেন্টিনার লানুসে জন্ম নেয়া ম্যারাডোনা ক্লাব ক্যারিয়ার শুরু করেন আর্জেন্তিনোস জুনিয়র্সের হয়ে, ১৯৭৬ সালে। ১৯৮১ সাল পর্যন্ত দলটির হয়ে মোট ১৬৭ ম্যাচ খেলেছেন ম্যারাডোনা। এরপর যোগ দেন বোকা জুনিয়র্সে। ১৯৮১-১৯৮২ সাল পর্যন্ত আর্জেন্টিনার ক্লাবটির হয়ে ম্যারাডোনা খেলেছেন ৪০ ম্যাচ। এ মৌসুমে খেলে দলকে মেট্রোপলিটানো চ্যাম্পিয়নশিপে জেতানোর পাশাপাশি লিবার্তাদোরেস কাপে দলকে জায়গা করে দিয়েছিলেন।
বিরাশির বিশ্বকাপের পর ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন ম্যারাডোনা। নীল-মেরুন জার্সি গায়ে ৫৮টি ম্যাচ খেলেছেন ফুটবল ঈশ্বর, জিতেছেন তিনটি শিরোপা। এরপর নাপোলি, সেভিয়া, নিওয়েলস ওল্ড বয়েজ হয়ে ফের ১৯৯৫ সালে বোকা জুনিয়র্সে যোগ দেন ম্যারাডোনা। দ্বিতীয় দফায় যোগ দিয়ে ১৯৯৭ সাল পর্যন্ত ৩০ ম্যাচ খেলেন দলটির হয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status