বাংলারজমিন

পাগলির সন্তান দত্তক নিয়ে আলোচনায় বদি

রাসেল চৌধুরী, কক্সবাজার থেকে

২০২১-১০-২৬

উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি আবারও খবরের শিরোনাম হয়েছেন। একের পর বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে বছরের পর বছর খবরের শিরোনাম হলেও এবার শিরোনাম হয়েছেন মহানুভবতার জন্য। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন তিনি এবং তাঁর স্ত্রী সাংসদ শাহিন আক্তার।
টেকনাফে সদ্যজাত পাগলির এক কন্যা শিশুকে নিজের মেয়ে হিসেবে দত্তক নিয়েছেন তারা।
সাংসদ দম্পতি পাগলির কন্যা শিশুকে নিজেদের মেয়ে হিসেবে দত্তক নিয়ে বিরল এই ঘটনার জন্ম দিলেন।
ইতিমধ্যে সাবেক এমপি বদিকে পিতা এবং বর্তমান সাংসদ শাহিন আক্তারকে মাতা উল্লেখ করে টেকনাফ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নাগরিক হিসেবে দত্তক নেয়া শিশুটির জন্ম নিবন্ধন সম্পাদন করা হয়েছে। শিশুর নাম রাখা হয়েছে মরিয়ম জারা।
২৫শে অক্টোবর এমপি বদির একমাত্র ছেলে শাওন আরমান তার ফেসবুকে বোন পেয়েছেন বলে শুকরিয়ার আদায় করেন।
পিতার মত মানবিকতায় তরুণ ছাত্রনেতা শাওন বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন বলেই দত্তক নেয়া শিশুটিকে নিজের বোন হিসেবে অকপটে স্বীকৃতি দিলেন।
ফুটফুটে অসহায় শিশুটিকে কেউ বাবার স্বীকৃতি না দিলেও সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও বর্তমান সাংসদ শাহিন আক্তার বাবা এবং মায়ের স্বীকৃতি দান করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা। এতে করে নিষ্পাপ কন্যা শিশুটি যোগ্য পিতা- মাতা পেলেন বলে মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা।
বদি-শাহিনের (পিতা-মাতা) পরম আদরে মরিয়ম জারা একদিন আলোকিত মানবিক নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এমন প্রত্যাশা তাদের।
উল্লেখ্য, আবদুর রহমান বদিকে পিতা দাবী করে সন্তানের স্বীকৃতি চেয়ে আদালতের আশ্রয় নিয়েছেন মোহাম্মদ ইসহাক নামের এক যুবক। আদালত করা আর্জিতে ওই যুবক প্রয়োজনে ডিএনএ টেস্ট করার দাবী জানান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status