অনলাইন

তারাকান্দায় প্রতিপক্ষের হামলা ব্যবসায়ী নিহত

তারাকান্দা ময়মনসিংহ) প্রতিনিধি

২০২১-১০-২৬

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎ কেবল ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলা মহরম আলী (৪২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে সোমবার দুপুর আড়াই টায়। নিহত মৎস্য ব্যবসায়ী মহরম আলী (৪২) উপজেলার ইসলামপুর গ্রামের মৃত উসন আলীর পুত্র।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, নিহত মহরম আলী এবং তার চাচাতো ভাইয়েরা মিলে বাড়িতে এক কিলোমিটার বিদ্যুতের তার কিনে দীর্ঘদিন যাবৎ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিল।
এখন নতুন বিদ্যুতের তারে বাড়িতে সংযোগ আসায় পুরাতন তারটি ভাগাভাগি করতে যান মহরম আলী। এ সময় পুরাতন বিদ্যুতের তারের ভাগাভাগি নিয়ে আপন চাচাতো ভাই উমর ফারুক (৩৫), ভাতিজা আবু বক্কর(৪০) গংদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার শিকার হন মহরম আলী। হাতাহাতি এবং উপর্যুপরি কিল ঘুষিতেই মারা যান মহরম আলী।

এ বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত মহরম আলীর লাশ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আাগামীকাল মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status