কলকাতা কথকতা

কলকাতা কথকতা     

পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ খুলছে ১৫ নভেম্বর, কোভিড এখনও আতঙ্কের নয় বলছে পুরসভা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা    

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

পনের নভেম্বর রাজ্যের সব স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তরকন্যা থেকে রাজ্যের মুখ্যসচিব  হরিকৃষ্ণ দ্বিবেদিকে একটি নির্দেশে মুখ্যমন্ত্রী এই কথা জানিয়ে বলেন, স্কুল ও কলেজ বিল্ডিংগুলিতে যেন যথাযথ স্যানিটাইজেশন করা হয়। দীর্ঘ ১৯ মাস পরে আবার স্কুল-কলেজ খুলছে। দু’হাজার কুড়ির মার্চ মাসে কোভিড প্যান্ডেমিকের কারণে স্কুল কলেজ বন্ধ করা হয়েছিল। পুজোর পরে কোভিডের প্রসার কেমন তা বিচার করতে কলকাতা পুরসভার কোভিড কমিটি একটি বৈঠকে বসেছিল। তাদের উপলব্ধি, পুজোর পরে শহর কলকাতায় কোভিড বাড়লেও তা এখনও আতঙ্কের পর্যায়ে যায়নি। জেলা শহরগুলিতে অনেক মাইক্রোকন্টেনমেন্ট জোন করা হলেও কলকাতায় কোনও মাইক্রোকন্টেনমেন্ট জোন এখনই করা হচ্ছে না। আরও এক সপ্তাহ কোভিডের গতিপ্রকৃতি দেখে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে, পুরসভার হিসেব অনুযায়ী উত্তর কলকাতার থেকে দক্ষিণ কলকাতায় কোভিডের প্রসার বেশি। বেকবাগান, করেয়া, যাদবপুর, টালিগঞ্জ, পাটুলি, মুকুন্দপুর অঞ্চলে করোনা বেশি ছড়িয়েছে। ৬৫, ৬৯, ৯২, ৯৩ ও ১০১ নম্বর ওয়ার্ডে করোনা ছড়িয়েছে বেশি। তবে, পুরসভার ১৪৪টি ওয়ার্ডের কোনোটিতেই দিন প্রতি আট,নজনের বেশি রোগী দেখা যাচ্ছে না। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বোরোপ্রতি দৈনিক সংক্রমণ হত  গড়ে ৬৫৮ জন। সেই কারণেই উদ্বেগ থাকলেও পরিস্থিতি আতঙ্কজনক নয়, বলছে পুরসভা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status