বাংলারজমিন

উদ্বোধনের অপেক্ষায় রায়েন্দা মাছুয়া ফেরি

বাগেরহাট প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৯:৫০ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া উপজেলাবাসীর স্বপ্ন বাস্তবায়নের পথে রায়েন্দা-মাছুয়া ফেরি চলাচলের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। এরইমধ্যে সড়ক বিভাগ বলেশ্বর নদীর রায়েন্দা ও মাছুয়ায় ঘাটে দুইটি ফেরি চলে এসেছে। দুই পাড়েই চলছে পল্টুন, গ্যাংওয়েসহ ঘাট নির্মাণের কাজ। দুই-তিনদিনের মধ্যে ঘাটের কাজ শেষ হলে ৪ই নভেম্বর উদ্বোধন হওয়ার কথা রয়েছে রায়েন্দা-মাছুয়া ফেরি চলাচলের। রায়েন্দা-মাছুয়ায় ফেরি চলাচলের স্বপ্ন এখন বাস্তবে রূপ নেয়ায় আনন্দে ভাসছেন এই দুই উপজেলাসহ দক্ষিণাঞ্চলের কোটি মানুষ। শরণখোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ বলেশ্বর নদীর দুই তীরে অনেকে জানান, স্বাধীনতার ৫০ বছরে রায়েন্দা-মাছুয়া ফেরি চলাচলের ফলে পিরোজপুরের দক্ষিণ অংশসহ, মৎস্য বন্দর পাথরঘাটা, বরগুনা, পটুয়াখালীর সঙ্গে মোংলা বন্দরের সঙ্গে শুধু সড়ক যোগাযোগই নয়, মোংলা বন্দর থেকে পায়রা বন্দর, খুলনা ও ঢাকার সহজ সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে করে সময় ও অর্থ দুটোই বাঁচবে। এতে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে, তেমনি মেলবন্ধন সৃষ্টি হবে পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলের মানুষের। তাই উদ্বোধনের সেই দিনটির অপেক্ষায় শরণখোলা-মঠবাড়িয়া উপজেলাসহ দক্ষিণাঞ্চলের কোটি মানুষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status