প্রথম পাতা

ব্রাসেলস বৈঠক আজ

মুখ্য আলোচ্য অবৈধদের ফেরানো এবং সুশাসন

কূটনৈতিক রিপোর্টার

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৯:৩১ অপরাহ্ন

করোনার কারণে দীর্ঘ বিরতির পর আজ ব্রাসেলসে বসছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বাংলাদেশের প্রতিনিধিরা। কূটনৈতিক সূত্র বলছে, দ্বিপক্ষীয় ওই সংলাপে ইউরোপের ২৭ দেশের জোটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীতকরণের বিষয়টি জোর পাবে। একই সঙ্গে ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা অবৈধ বা অনিয়মিত বাংলাদেশি, যারা নিজ দেশে ফেরার বিষয়ে আদালতের চূড়ান্ত নির্দেশনা পেয়েছেন তাদের দ্রুত ফেরানো, ইন্দো-প্যাসিফিক বা আইপিএস-এ বাংলাদেশের অংশগ্রহণ এবং বাক-স্বাধীনতার বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের পক্ষে এবং ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক গুনার উইগান্ড ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ও ইইউ’র মধ্যে এমন সংলাপ আরও হয়েছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এটি চতুর্থ বৈঠক। প্রাতিষ্ঠানিক কাঠামোতে এর আগে আরও ৩টি বৈঠক হয়েছে। সব বৈঠকের মোটামুটিভাবে ইইউ-বাংলাদেশের সম্পর্কের মৌলিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। এবারও তাই হবে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন চতুর্থ সংলাপে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরানোর বিষয়টিতে জোর দেয়া হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে অবৈধ হয়ে পড়া প্রবাসীদের ফেরানোসহ তাঁদের পরিচয় যাচাইয়ের বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি মর্মে অভিযোগ রয়েছে ইইউ’র। তারা এ নিয়ে এতোটাই রুষ্ট যে, বাংলাদেশিদের বৈধ ভিসায় কড়াকড়ি আরোপে হুমকি দিয়ে চলেছে। তবে গত কয়েক মাসে ঢাকা এটা প্রমাণে সক্ষম হয়েছে যে, সমস্যাটির সমাধানে বাংলাদেশ আন্তরিক। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে, হয়তো প্রক্রিয়ায় একটি সময় লাগছে। বাংলাদেশ আজকের বৈঠকে তার চলমান পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবে এবং ভবিষ্যতে সেই ধারা অব্যাহত রাখার নিশ্চয়তা  দেবে। বৈঠকে ইইউ’র সঙ্গে সম্পর্ককে কৌশলগত সম্পর্কে নেয়ার বিষয়ে আলোচনা হবে জানিয়ে এক কর্মকর্তা বলেন, উন্নয়ন সহযোগিতা, ব্যবসা বিনিয়োগ ছাড়াও সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে কার্যকর আলোচনা হবে। চলমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও প্রশান্ত মহাসাগর ঘিরে এক ধরনের প্রতিযোগিতা জোরদার হচ্ছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, এরই প্রেক্ষাপটে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও সমপ্রতি ভারত ও প্রশান্ত মহাসাগরের বিষয়ে তাদের অবস্থানগত কৌশল (আইপিএস) ঘোষণা করেছে। ফলে আজকের বৈঠকে আইপিএস নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইতে পারে ইইউ। পাশাপাশি নিজেদের অবস্থানের বিষয়টি আরও বিস্তারিত তুলে ধরতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status