খেলা

অন্যরকম ক্লাসিকোর স্বাদ মেসির

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৮:৫৮ অপরাহ্ন

বার্সেলোনার আর্থিক সমস্যা না হলে লিওনেল মেসি রোববার রাতে নামতেন ‘এল ক্লাসিকো’য়। তবে আর্জেন্টাইন সুপারস্টার ঠিকই ক্লাসিকোয় মাঠে নেমেছিলেন। তবে সেটা ফরাসি ‘লা ক্লাসিক’-এ। স্পেনে যেমন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরথ জনপ্রিয়। ফ্রান্সে মার্শেই-পিএসজির লড়াই পায় ভিন্ন মাত্রা। ফরাসি লিগ ওয়ানে রোববার রাতে লা ক্লাসিক জেতা হয়নি পিএসজির। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। তবে গোল না হলেও ম্যাচে ছড়িয়েছে উত্তাপ। ঘটেছে নানা ঘটনা। দুটি গোল বাতিল করেছে ভিএআর। আশরাফ হাকিমি লাল কার্ড দেখায় শেষ ৩৫ মিনিট দশজন নিয়ে খেলতে হয়েছে পিএসজিকে। লিওনেল মেসি অন্যরকম এক ক্লাসিকোর স্বাদ পেয়েছেন। এদিন খুব বেশি কিছু করতে পারেননি মেসি। অলিম্পিক মার্শেই ডিফেন্ডাররা তো বটেই স্বাগতিক দর্শকরাও থামিয়েছেন মেসিকে। মেসি বল নিয়ে আক্রমণে ওঠার সময় মাঠে নেমে মেসির পা থেকে বল কেড়ে নেয়ার চেষ্টা করেন এক মার্শেই সমর্থক। বন্ধ হয়ে যায় ম্যাচ। এর আগে নেইমার কর্নার নেয়ার সময় স্বাগতিক দর্শকরা বোতল ছুঁড়ে মারলে কিছু সময় বন্ধ ছিল খেলা। ফরাসি ক্লাসিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভিএআর। দু’দলেরই একটি করে গোল ভিএআর দেখে বাতিল করেন রেফারি। ১৪তম মিনিটে নেইমারের বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়েছিলেন মার্শেই ডিফেন্ডার লুয়ান পেরেস। অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ২১তম মিনিটে একই হতাশায় ডোবে মার্শেই। আর্কিদিউস মিলিক গোল করেন। ভিএআরে দেখা যায় মিলিক অফসাইডে ছিলেন। আসরে প্রথম আট ম্যাচের সবকটি জয়ের পর এই নিয়ে শেষ তিন রাউন্ডে দুটিতে জয়শূন্য রইলো পিএসজি। রেনের বিপক্ষে হারের পর আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে পিএসজি ঘরের মাঠে জিতেছিল অঁজের বিপক্ষে। লীগ টেবিলের শীর্ষে অবশ্য তাদের অবস্থান এখনও বেশ মজবুত। ১১ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস। এক ম্যাচ কম খেলা নিস ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মার্শেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status