বাংলারজমিন

বেগমগঞ্জে প্রকাশ্যে অস্ত্র মিছিল

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৮:৪১ অপরাহ্ন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে দিনদুপুরে সন্ত্রাসী জিকার বাহিনীসহ কয়েকটি সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে মোটরসাইকেল মিছিল করেছে। এতে রাজগঞ্জ ইউনিয়নের মজুমদার হাটসহ কয়েকটি হাট-বাজারে আতঙ্কের সৃষ্টি হয় এবং বাজার বন্ধ হয়ে যায়।
মজুমদার হাটের ব্যবসায়ী মাসুদ আলম ও আব্দুল মালেক সরকার জানান, এলাকার সন্ত্রাসী জিকার বাহিনী গত রোববার বিকাল ৪টায় ৪০-৫০টি হোন্ডাযোগে ১২০-১৩০ জন সন্ত্রাসী মজুমদার হাট-বাজারে এসে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জিকার বাহিনীর নেতৃত্ব দানকারী রাশেদ আলম জিকার চিৎকার দিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিমকে খোঁজাখুঁজি করে। পরে এ বাহিনীর সঙ্গে মাদক
ব্যবসায়ী লজিক, অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোজাম্মেল হোসেন মুজা বাহিনী, সম্রাট বাহিনী, ও মাদক কারবারি ইব্রাহিম বাহিনী হোন্ডা মিছিলে যোগ দেয়। মিছিলটি রাজাগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় শো ডাউন করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খবরের সত্যতা স্বীকার করে বলেন, এ বাহিনীগুলো দির্ঘদিন থেকে এলাকায় মাদক, অস্ত্র ব্যবসা করে যাচ্ছে। বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য প্রকাশ্য অস্ত্র মিছিল করছে। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এ ব্যপারে রাসেল আলম জিকার জানায়, সেলিম চেয়ারম্যানকে দেখে নেবো। প্রকাশ্য অস্ত্র মিছিল প্রসঙ্গে জিকার জানায়, এরা আমার ছেলে। পুলিশ ও জানে কার কাছে কী আছে। এ ব্যাপারে পত্রিকায় লিখে লাভ হবে না। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আমি এ থানায় নতুন এখনো বুঝে উঠতে পারিনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status