বাংলারজমিন

১১ মাস পর চালু হলো খুলনার সোনালী জুট মিল

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৮:২৯ অপরাহ্ন

দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর খুলনার মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন সোনালী জুট মিল আংশিক চালু হয়েছে। মিলটি চালু হওয়াতে মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সর্বশেষ গত বছরের ২৮শে নভেম্বর আর্থিক সংকট, পাটের দাম বৃদ্ধিসহ নানা জটিলতায় মিলটি বন্ধ হয়ে যায়। মিল বন্ধ হওয়ার পর থেকে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন, মিলের এডহক কমিটি, খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মো. মিজানুর রহমান মিলটি পুনরায় চালু করার জন্য বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় মেসার্স জামান ট্রেডিং লিজ হিসাবে মিলটি চালানোর আগ্রহ প্রকাশ করলে ২৩শে অক্টোবর থেকে পুনরায় চালু হয়।
এদিকে, গত রোববার সকাল ১০টায় বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এক জরুরি মতবিনিময় সভা সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়ন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মো. বাবুল খান, লুৎফর রহমান, ওবায়দুর রহমান, বাবলু প্রমুখ। গতকাল সকাল ১১টায় ফেডারেশন নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় কল-কারখানা পরিদর্শকের সঙ্গে মতবিনিময় করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status